বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ক্রমশ যাত্রী সংখ্যা বাড়ছে ভারতীয় রেলের (Indian Railways)। এমতাবস্থায়, যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। ইতিমধ্যেই দেশজুড়ে পরিষেবা শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই অত্যাধুনিক সেমি-হাইস্পিড ট্রেন অল্প সময়ের মধ্যেই দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে যাত্রীদের মধ্যে। তবে, এবার ভারতীয় রেল বন্দে ভারত স্লিপার চালু করার পরিকল্পনা করছে।
সামনে এল বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express) ট্রেনের ফার্স্ট লুক:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই ট্রেন চলাচল শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনের স্লিপার কোচের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে এই ট্রেনের কোচের সুদৃশ্য ইন্টেরিয়র দেখা গিয়েছে। যেটি প্রত্যক্ষ করলে অবাক হবেন আপনিও।
The Sleeper version of Vande Bharat train looks amazing. pic.twitter.com/vpIDgiPZ2j
— Indian Tech & Infra (@IndianTechGuide) September 1, 2024
বন্দে ভারত স্লিপার ট্রেনের ইন্টেরিয়র করে দেবে অবাক: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটি শুরু হয়েছে কোচের দরজা খোলার মাধ্যমে। দরজা খুলতেই দেখা গিয়েছে যে, এই ট্রেনের (Vande Bharat Express) ইন্টেরিয়র ঝাঁ-চকচকে এবং দুর্দান্ত। যেটি হার মানাতে পারে বিমানের ইন্টেরিয়রকেও। পুশ বোতামের মাধ্যমে এই ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলে। এর পাশাপাশি স্লিপার সিটগুলিও অত্যন্ত আরামদায়ক। পুরো কোচটিই সম্পূর্ণ এসি এবং ধূসর রঙের ইন্টেরিয়র এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে।
আরও পড়ুন: ফোনে কার্টুন দেখছিল ৯ বছরের বালক! আচমকাই হাতে ফাটল মোবাইল, তারপরেই….জানলে শিউরে উঠবেন
প্রশস্ত করিডোর এবং বড় ওয়াশরুম: বন্দে ভারত (Vande Bharat Express) স্লিপার কোচের করিডোর খুবই প্রশস্ত এবং আকর্ষণীয়। সাধারণ ট্রেনের তুলনায় দীর্ঘ এবং খোলা করিডোর এই ট্রেনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও, এই ট্রেনের ওয়াশরুমগুলিও অনেক চওড়া এবং বড়। সেখানে ওয়াশ বেসিনও বসানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে ক্রমশ চাপ বাড়ছে হিন্দুদের! টার্গেট সরকারি কর্মচারীরাও, ৪৯ জন শিক্ষক-শিক্ষিকার পদত্যাগ
“এই সব দীর্ঘস্থায়ী হবে না”: ইতিমধ্যেই এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে। যেটি @IndianTechGuide নামে একটি “X” অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত এই ভিডিওটি দেখা হয়েছে ১৭ লক্ষেরও বেশি বার। অধিকাংশজনই বন্দে ভারত স্লিপারের এই আকর্ষণীয় রূপ দেখে অবাক হয়েছেন। কিছুজন আবার নিজেদের প্রতিক্রিয়াও দিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন “এত সুন্দর জিনিস বেশিদিন থাকবে না।” আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “ইন্টেরিয়র যত সুন্দর হবে, টিকিট তত বড় হবে।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন “গুটখা ভক্ষণকারীদের এই ট্রেন থেকে নিষিদ্ধ করা উচিত।”