বাংলা হান্ট ডেস্ক: ২০২৩ সালে অর্থাৎ চলতি বছরে মোট ৪ টি গ্রহণ ঘটবে। যার মধ্যে সূর্যগ্রহণ (Solar Eclipse) হবে ২ টি এবং চন্দ্রগ্রহণও (Lunar Eclipse) ঘটবে ২ বার। এদিকে, হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এমতাবস্থায়, গ্রহণের সময়ে কিছু কাজও নিষিদ্ধ বলে বিবেচিত হয়। মূলত, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ফলে সূতক সময় তৈরি হয়। এই সময়ে কিছু নিয়ম মেনে চলতে হয়। এমতাবস্থায়, চলুন জেনে নিই ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ কবে হবে এবং সেই সাথে এর কি কি প্রভাব পড়বে?
২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ: প্রথমেই জানিয়ে রাখি যে, চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে আগামী ৫ মে শুক্রবার। এদিকে, এর ঠিক ১৫ দিন আগে সূর্যগ্রহণের ঘটনাও ঘটবে। এমতাবস্থায়, ১৫ দিনের মধ্যে ২ টি গ্রহণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে। পাশাপাশি, চন্দ্রগ্রহণের ঘটনাটি ঘটবে বৈশাখী পূর্ণিমায়। যা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত। এমন পরিস্থিতিতে ভারতে চন্দ্রগ্রহণ ৫ মে রাত ৮ টা ৪৫ মিনিটে ঘটবে এবং রাত ১ টা পর্যন্ত থাকবে। অর্থাৎ, চন্দ্রগ্রহণের মোট সময়কাল হবে প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট।
সূতক সময়: এদিকে, চন্দ্রগ্রহণের ফলে সূতক সময় থাকবে না তা নিয়ে মানুষ চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি বছরের চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না। তাই এই গ্রহণের সূতক সময়কালও বৈধ হবে না। অন্যথায় সূতক কালে মন্দিরের দরজা বন্ধ থাকে। পাশাপাশি সেইসময় কিছু খাওয়া-দাওয়াও করা হয় না। বিশেষ করে গর্ভবতী মহিলাদের কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় ওই সময়টাতে। তবে, এই গ্রহণ ১২ টি রাশিকেও প্রভাবিত করবে।
এইসব স্থানে দেখা যাবে চন্দ্রগ্রহণ: প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ৫ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা, আটলান্টিক সহ এশিয়ার কিছু অংশ, দক্ষিণ ও পশ্চিম ইউরোপ, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরে দেখা যাবে।
এই তারিখে হবে দ্বিতীয় চন্দ্রগ্রহণ: এদিকে, আগামী ২৮ অক্টোবর ২০২৩ তারিখে চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ঘটবে। শুধু তাই নয়, এই চন্দ্রগ্রহণটিই হবে ২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ। এমতাবস্থায়, এটি ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আমেরিকা ও আফ্রিকায় দেখা যাবে।
(সতর্কীকরণ: এই প্রতিবেদনে দেওয়া বিস্তারিত বিবরণ সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলাহান্ট এটিকে নিশ্চিত করে না।)