দুধ ও কলাকে ব্যাবহার করুন এইভাবে, তারকাদের মত চকচক করবে আপনার ত্বক

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ পুরুষ মহিলা নির্বিশেষে মুখের সৌন্দর্য বাড়াতে সকলেই পছন্দ করেন। সেই কারণে অনেকেই কখনও নামি পার্লারে কিংবা দামী ক্রিম মেখে থাকেন। তবে এসব ব্যবহার করার পরও, মুখের জেল্লা না ফিরলে অনেকেই আবার হতাশ হয়ে পড়েন।

তবে চিন্তার কিছু নেই। আপনার ঘরে থাকা এই সামান্য উপাদান দিয়েই ফিরিয়ে আনুন আপনার মুখের উজ্জ্বলতা। ব্যবহারের পর ফল পাবেন হাতেনাতেই।

প্রথমে একটি পাত্রে আধ কাপ দুধ নিয়ে তাতে গ্রিন টি মিশিয়ে মুখের ট্যানের জায়গায় লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষার পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

আবার দুধের সঙ্গে কলা মিক্সিতে মিশিয়ে ব্লেন্ড করে ফেসপ্যাক বানাতে হবে। তারপর সেটিকে মুখে হাতে পায়ে ভালো করে মেখে ২০-৩০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।

আবার পায়ের পাতার ডেড সেলস পরিষ্কার করার জন্য একটা পাত্রে কিছুটা দুধ ও সমপরিমাণ মধু নিয়ে ভালো করে মিশিয়ে সেটা পায়ের পাতা ও গোড়ালিতে ভালো করে মাখতে হবে। তারপর ১০-১৫ মিনিট গরম জলে পা ডুবিয়ে তুলে নিয়ে মুছলেই পার্থক্য টের পাবেন।

সম্পর্কিত খবর

X