বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। শীঘ্রই বাজারে আসতে চলেছে এই ওষুধ। আগামী ১৫ ই অগস্টের মধ্যে বাজারজাত করার লক্ষ্যে রয়েছে ভারতের গোটা বিজ্ঞান এবং গবেষক মহল।
ক্লিনিক্যাল ট্রায়াল চলছে শেষ পর্যায়ের
বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যে শুক্রবার সংস্থার রিপোর্ট মারফত জানা যায়, ভারত বায়োটেক (Bharat Biotech) দ্বারা নির্মিত করোনার ভাইরাস প্রতিরধকারী “কোভাক্সিন” (Covacin) সমগ্র ভারতের ৩৭৫ জনের উপর পরীক্ষা করা হয়েছে। সূত্র থেকে জানা যায়, ২০২০ সালের ১৫ ই জুলাই ভারতের প্রথম দেশীয়ভাবে করোনা প্রতিরোধ কোভাক্সিনের প্রথম পর্বের ক্লিনিকাল ট্রায়াল শুরু করা হয়েছিল।
কোথায় শুরু হয়েছে ক্লিনিক্যাল ট্রায়াল?
এটি অত্যন্ত গোপনীয় ভাবে, সতর্কতার সাথে এবং পরীক্ষামূলক পদ্ধতিতে ভারতে ৩৭৫ জনের উপর ক্লিনিকাল টেস্টিং করা হয়েছে। পাটনার এইমস ও হরিয়ানার রোহতকে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ এই প্রক্রিয়া শুরু হয়েছে।
ড্রাগ নিয়ন্ত্রকের অনুমোদন প্রাপ্ত
দেশের চিকিৎসকরা ক্লিনিক্যাল টেস্টিং করার পর সিদ্ধান্তে আসতে পারবে কাকে কত পরিমাণে এই ওষুধ প্রয়োগ করা যাবে। তবে সম্প্রতি ভারত বায়োটেক সংস্থা কোভাক্সিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করার জন্য ড্রাগ নিয়ন্ত্রকের থেকেও অনুমোদন পেয়ে গিয়েছে।
বর্তমানে ভারতে করোনা ভাইরাস প্রতিরোধকারী সাত রকম ভাইরাসের উপর কাজ চলছে। যার মধ্যে ২ টি মানুষের উপর ক্লিনিকাল ট্রায়াল শুরু করার সম্মতি প্রাপ্ত হয়েছে।
ভারতে করোনা পরিস্থিতি
গত ২৪ ঘন্টার ভারতে ৩৪৮৮৪ টি নতুন করোনা রোগীর সন্ধান পাওয়ার পর আক্রান্ত ব্যাক্তিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩৮৭১৬ এ পৌঁছেছে। দেশে মোট ৬৫৩৭৫০ জন মানুষ চিকিৎসা ব্যবস্থার দ্বারা সম্পূর্ণ সেরে উঠেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে শনিবার সকাল আটটার রিপোর্টে বলছে, বর্তমানে দেশে ৩৫৮৬৯২ জন লোক চিকিৎসাধীন রয়েছে। একদিনে ৬৭১ জন করোনা রোগী মারা যাওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২৭৩।