আর কেউ পারবে না ঠকাতে! সাইবার ক্রাইম রুখতে টেলিকম কোম্পানি এবং ব্যাঙ্কগুলিকে কড়া নির্দেশ সরকারের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ উন্নত হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি (Science And Technology)। যদিও, উন্নত প্রযুক্তিকে ভালো কাজে লাগানোর পরিবর্তে সেটিকে ব্যবহার করেই বিভিন্ন অপরাধ মূলক কাজকর্মের বিষয়টিও বৃদ্ধি পাচ্ছে। আর ঠিক সেইরকমই এক অপরাধ হল সাইবার ক্রাইম (Cyber Crime)। এমনিতেই, এখন প্রায়শই সাইবার প্রতারণার ঘটনা সামনে আসে। যার ফলে ক্ষতিগ্রস্ত হন সাধারন মানুষ।

তবে এবার, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ গ্রহণ করছে সরকার। শুধু তাই নয়, এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই সরকার ব্যাঙ্ক ও টেলিকম কোম্পানিগুলির জন্য নতুন নির্দেশ জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশ অনুযায়ী, ব্যাঙ্ক ও টেলিকম কোম্পানিগুলিকে সাইবার সেলের হেড কোয়ার্টারে নোডাল অফিসার নিয়োগ করতে হবে।

   

এদিকে, সরকারের এই পদক্ষেপে দু’টি বড় সুবিধা হবে। প্রথম সুবিধা হল সাইবার অপরাধে জড়িত ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অবিলম্বে ফ্রিজ করা যাবে। এর পাশাপাশি, সরকারের এই বড় পরিবর্তনের দ্বিতীয় বড় সুবিধা হবে মোবাইল নম্বরের পরিপ্রেক্ষিতে অ্যাকশন নেওয়া আগের চেয়ে সহজ হয়ে যাবে। উল্লেখ্য যে, এখন প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সাইবার অপরাধীদের দমন করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এমতাবস্থায়, স্বরাষ্ট্র মন্ত্রক সাইবার সেলের হেডকোয়ার্টারে নোডাল অফিসারদের পোস্টিংয়ের নির্দেশ দিয়েছে। যাতে সাইবার অপরাধের মতো ঘটনায় দেরি না করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

The government's big steps to reduce cyber crime

প্রতিদিন আসছে হাজার হাজার অভিযোগ: জেনে অবাক হবেন যে, প্রতিদিন প্রায় ৫ হাজার সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত হচ্ছে। শুধু তাই নয়, প্রতারকরা এখনও পর্যন্ত ৯ লক্ষেরও বেশি মানুষের সাথে প্রতারণা চালিয়েছে। যার মধ্যে মাত্র ১০ শতাংশ মামলা রিকভারি হয়েছে।

আরও পড়ুন: ISRO-র নয়া চমক! এবার মহাকাশে হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে উৎপন্ন হবে শক্তি, আবিষ্কার নয়া প্রযুক্তির

নোট করুন সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বরটি: উল্লেখ্য যে, সাইবার ক্রাইম সংক্রান্ত কোনো ঘটনা কারো সাথে ঘটলে সময় নষ্ট না করে অবিলম্বে সরকারের ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করা উচিত। ওই নম্বরে কল করার পর, আপনার সাথে ঘটে যাওয়া ঘটনার তথ্য দিয়ে অভিযোগ দায়ের করুন।

আরও পড়ুন: নয়া বছরে আম্বানিকে জোর ধাক্কা আদানির, ২৪ ঘণ্টায় যা সম্পত্তি বৃদ্ধি হল গৌতমের, শুনে চমকে যাবেন

এদিকে, এই হেল্পলাইন নম্বর ছাড়াও, অভিযোগ দায়ের করার আরেকটি বিকল্প রয়েছে। আপনি https://cybercrime.gov.in/-এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অভিযোগ দায়ের করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর