ভেঙে পড়েছে পাকিস্তানের অর্থনীতি, আবারও G-20 দেশের কাছে সাহায্য চাইল ইমরান সরকার

বাংলাহান্ট ডেস্কঃ অর্থনৈতিক সংকটের দোয়াই দিয়ে এবার G-20 দেশের সামনে হাত পাতল পাকিস্তান (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান। দুর্বল অর্থনীতির কারণে করোনা (COVID-19) পরিস্থিতির মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ছে। সেই কারণে পাক সরকার G-20 দেশের থেকে অর্থ সাহায্যের জন্য লিখিভাবে আবেদন জানাল।

120156 bangladesh pratidin imran

অর্থনীতির দিক থেকে মুষড়ে পড়েছে পাকিস্তান
বিশ্বে এমন অনেক দেশ আছে, যাদের উপর ভারী ঋণের বোঝা রয়েছে। কিন্তু তারা পাকিস্তানের মতো নির্লজ্জ নয়। একদিকে পাক সরকার, বিশ্বের কাছে অর্থ সাহায্য দাবী করে, আর এক দিকে তেলের মূল্য কমিয়ে দিয়ে নাগরিকদের খুশি রাখে। আবার অন্যদিকে তারা অনবরত সন্ত্রাসবাদী কাজকর্মে মদত যুগিয়ে চলছে। বর্তমানে করোনা ভাইরাসের কারণে আরও দুর্বল হয়ে পড়েছে পাকিস্তান।

ভারতের থেকেও অর্থ সাহায্য চেয়েছিল পাকিস্তান
করোনা সংকটের মোকাবিলা করার জন্য ভারত সরকার SAARC অন্তর্ভুক্ত দেশগুলোকে একটি অর্থের ফাণ্ড গঠন করতে বলেছিল। ভারত সরকার সেই ফান্ডে অর্থ জমা দিতেই, এক পয়সাও না দিয়ে পাক সরকার সেখান থেকে অর্থ সাহায্য দাবী করে।

G-20 দেশের কাছে হাত পাতল পাকিস্তান
পাকিস্তানের অর্থ মন্ত্রালয়ের এক বিশিষ্ট আধিকারিক জানিয়েছেন, পাক সরকারের পক্ষ থেকে করোনা মোকাবিলায় G-20 দেশগুলো থেকে অর্থ সাহায্যের জন্য আলাদা আলাদা পত্র পাঠানো হয়েছে।

G20 Summit

G-20 সংগঠনের সদস্য দ্বারা গৃহিত সিদ্ধান্ত
G-20-এর সদস্যরা করোনা ভাইরাসের সংকটের মধ্যে গত ১৫ ই এপ্রিলের বৈঠকে পাকিস্তান সহ আরও ৭৬ টি দেশকে সাময়িক কর মুক্তি দিয়েছে। ২০২০ সালের মে মাস থেকে ডিসেম্বর অবধি এই কর ছাড় দেওয়া হয়েছে। করোনা সংকটের সময়কালে এই দেশগুলো দ্বারা সাংবিধানিক কোন সমস্যা হবে না, এই বিষয়টা প্রত্যেকটি দেশকে লিখিত পত্র মারফত জানাতে হবে।

IMF-এ পাকিস্তানের সাহায্যের আর্জি খারিজ করে দিয়েছিল
পাকিস্তানের ব্যবহারের উপর ভরসা না করতে পারায় IMF-এর কাছ থেকে ৬ আরব ডলার সাহায্য চাইলে, তারা সেটা পাক সরকারকে দিতে নারাজ হয়। পাকিস্তান নিজের প্রতিজ্ঞা রাখতে অসমর্থ হচ্ছে বলে, গত শুক্রবার ৬ আরব ডলারের সাহায্য বিষয়ক দ্বিতীয় সমীক্ষাকে IMF -এর পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়েছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর