এবার মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর হানা! গ্রেফতার হবেন? জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক : আয়কর দফতর (IT Raid) আধিকারিকদের নজরে রাজ্যের দাপুটে নেতা অরূপ বিশ্বাসের (Aroop Biswas) ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বুধবার সাত সকালে স্বরূপের নিউ আলিপুর বাড়িতে পৌঁছে যান তদন্তকারী কর্মকর্তারা। গোটা এলাকা মুড়ে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এইদিন মোট পাঁচটি জায়গায় তল্লাশি শুরু করেছে আয়কর বিভাগ। তৃণমূল নেতার ভাইয়ের বাড়ির দরজায় আয়কর বিভাগের কর্মকর্তাদের দেখে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সূত্রের খবর, ‘ইডেন রিয়েল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়েল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতে চিরুনী তল্লাশি শুরু করেছে আয়কর বিভাগ। নিউ আলিপুরে স্বরূপের বাড়ি সহ মোট পাঁচটি জায়গায় চলছে তল্লাশি‌। আয়কর বিভাগের অফিসাররা পৌঁছে গেছেন বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়।

আয়কর দফতরের ওই সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে। বুধবার কাকভোরে স্বরূপের বাড়িতে পৌঁছে যান তদন্তকারী কর্তারা। স্বরূপের পাশাপাশি তার স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গেও কথা বলছেন অফিসাররা। সূত্রের খবর, সারা বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র সংগ্রহের চেষ্টা করছে আয়কর বিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুন : দুই হিন্দু শিশুর গলা কেটে রক্ত পান! UP পুলিশের এনকাউন্টারে খতম অভিযুক্ত সাজিদ

যদিও ওই দু’ই রিয়েল এস্টেটের সঙ্গে স্বরূপের কোনও সম্পর্ক রয়েছে কী না বা থাকলেও সেই যোগসূত্রটি ঠিক কী? এসব নিয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য সামনে আনেনি আয়কর বিভাগ। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, আয়কর রিটার্ন বেশকিছু গরমিল পাওয়ার কারণেই এই রেইড। এদিকে খবর চাউর হতেই স্বরূপের বাড়ির চারপাশে জমায়েত করেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন : ৪৮ ঘন্টার বিরাট অভিযান, নৌসেনার ভয়ে ধরা দিল ৩৫ জলদস্যু! ভারতের প্রশংসায় পঞ্চমুখ বুলগেরিয়া

তবে ফের যাতে সন্দেশখালির মত কোনও পরিস্থিতি না তৈরি হয় তার জন্য গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা‌। কড়া করা হয়েছে নিরাপত্তা। ঘটনার ঘনঘটায় মুখ খুলেছে তৃণমূলও। আসলে টালিগঞ্জের বিধায়কের মত তার ভাইয়েরও ভালোই প্রতিপত্তি রয়েছে এলাকায়। তিনি তৃণমূলেরও বেশ ঘনিষ্ঠ বলে খবর। ভালো প্রভাব রয়েছে টলিপাড়াতেও। ভোটের পূর্বে এহেন একজন ব্যক্তির বাড়িতে আয়কর হানা যে, তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে সেকথা বলাই বাহুল্য।

আরও পড়ুন : কালবৈশাখীর তাণ্ডবে তছনছ দক্ষিণবঙ্গ! শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টিতে তোলপাড় বাংলা: আবহাওয়ার খবর

swarup biswas it raid

তৃণমূলের অভিযোগ, ভোটের পূর্বে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এজেন্সি লাগিয়ে দিয়েছে বিজেপি। যদিও এই প্রথম নয়, ইতিপূর্বে শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির মামলার অভিযোগে জর্জরিত তৃণমূল। রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে এইসব দুর্নীতিতে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর