পরপর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ঘোষিত হয়ে গেল ভারতীয় ফুটবল দল।

সামনেই এস এফ সি এশিয়ান কাপ এবং কাতার বিশ্বকাপের জন্য পরপর দু’টি কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে ভারতীয় ফুটবল দলকে। আর তাই আর বেশি দেরি না করে ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ দুটি ম্যাচের জন্য 26 জনের অভিন্ন ভারতীয় দল ঘোষণা করে ফেললেন। এই দুটি ম্যাচে ভারতীয় ফুটবল দলকে মুখোমুখি হতে হবে আফগানিস্তান এবং ওমান ফুটবল দলের সাথে।

2022 সালে কাতারে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপ এবং 2023 সালের এএফসি এশিয়ান কাপ এই দুটি টুর্নামেন্টের জন্য এই মুহূর্তে ভারতীয় দলকে খেলতে হচ্ছে যোগ্যতা অর্জন পর্ব। এই যুগ্ম কোয়ালিফাই ম্যাচে ভারতীয় দল আগামী 14 ই নভেম্বর আফগানিস্তান এবং 19 শে নভেম্বর ওমানের মুখোমুখি হবে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম লিগের ম্যাচ খেলবে ভারত, অপরদিকে প্রথম লিগে ওমানের কাছে 1-2 গোলে হারার পর এবার দ্বিতীয় লিগে ওমানের বিরুদ্ধে নামতে চলেছে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল।

31535367fcca4e665279a556925c445da61ca8f3

আগামী বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে ড্র করেছিল ভারতীয় দল। আর তারপরে ওমানের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় দলকে। আর সবশেষে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করে ভারতীয় দল। আর এরই সুবাদে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’ তে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় ফুটবল দল।

একনজরে দেখে নেওয়া যাক এই দুই ম্যাচের জন্য ভারতীয় ফুটবল দলের স্কোয়াড:

ভারতীয় স্কোয়াড:-
গোলকিপার: গুরুপ্রীত সিং সান্ধু, ধীরাজ সিং মাইরাংথেম, অমরিন্দর সিং।

ডিফেন্ডার: আনাস এডাথোভিয়া, আদিল খান, নিশু কুমার, নরেন্দ্র গেহলট, প্রীতম কোটাল, রাহুল বেকে, শুভাশিস বোস, সার্থক গলুই, মন্দার রাও দেশাই।

মিডফিল্ডার: উদান্তা সিং, প্রণয় হালদার, লালিয়ানজুয়ালা চাংতে, জ্যাকিচাঁদ সিং, বিনীত রাই, আশিস কুরুনিয়ান, অনিরুদ্ধ থাপা, সেইমিনলেন ডঙ্গেল, সাহাল আব্দুল সামাদ, রেইনার ফার্নান্ডেজ, ব্রান্ডেন ফার্নান্ডেজ।

ফরওয়ার্ড: সুনীল ছেত্রী, ফারুক চৌধুরী, মনবীর সিং।


Udayan Biswas

সম্পর্কিত খবর