ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষণা হল ভারতীয় দল। এক নজরে দেখেন নিন কি কি চমক রয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ভারতীয় দল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই সিরিজের জন্যই ঘোষণা হয়ে গেল ভারতীয় দল। প্রধান নির্বাচক এম এস কে প্রসাদের নেতৃত্বাধীন কমিটি ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষণা করলেন। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নেওয়ার পর ফের সীমিত ওভারে মাঠে নামবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।

অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও দীর্ঘদিন পর ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন ভারতের দুই পেসার ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ সামি। এছাড়া ভারতীয় দলে ফের সুযোগ পেয়েছেন সদ্য বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হওয়া অলরাউন্ডার শিবম দুবে। এছাড়াও দীর্ঘদিন দলের বাইরে থাকার পর অবশেষে টি-টোয়েন্টি খেলার সুযোগ পেলেন ভারতীয় রিস্ট স্পিনার কুলদ্বীপ যাদব। বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করে সিরিজের সেরা উইকেট টেকর দীপক চাহার সুযোগ পেয়েছেন ভারতীয় ওয়ানডে দলে। এর আগে জাতীয় দলের হয়ে আফগানিস্তানের বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে দীপক ছাহারের।

virat kohli is close to a ban how iccs demerit point system works

এইদিন দল নির্বাচনী বৈঠকে দীর্ঘক্ষন আলোচনা হয় ঋষভ পন্থ কে নিয়ে। দীর্ঘ আলোচনার পরে বোর্ডের বেশিরভাগ সদস্য চেয়েছেন এখনই ঋষভ কে দল থেকে বাদ না দিয়ে বিশ্বকাপের আগে তাকে আরো বেশ কয়েকটা সুযোগ দিতে আর তাই ফের ভারতীয় দলে সুযোগ পেলেন ঋষভ পন্থ।

106294493e2913cf6b3f74ebe571ed914babdb969

এক নজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল:

টি-টোয়েন্টি দল:- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, ওয়াসিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, মহম্মদ সামি, কুলদ্বীপ যাদব।

ওয়ানডে দল:- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান,কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, মহম্মদ সামি, কুলদ্বীপ যাদব।


Udayan Biswas

সম্পর্কিত খবর