বাংলাহান্ট ডেস্ক: অসাধ্য সাধনের পথে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। মাত্র ২০ কোটি টাকা বাজেটের একটি ছবি নূন্যতম প্রচারে যে খেল দেখাচ্ছে বক্স অফিসে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এক সপ্তাহও হয়নি ছবিটি মুক্তি পেয়েছে। এর মধ্যেই ১০০ কোটি টাকার মাইল ফলকের কাছাকাছি পৌঁছে গিয়েছে এই ছবি।
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে দ্য কাশ্মীর ফাইলস। দীর্ঘদিন ধরে ধামাচাপা পড়ে থাকা ইতিহাসের পাতা উলটে সত্যি ঘটনাগুলো বের করে এনেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কাশ্মীরি পণ্ডিতদের উপরে হওয়া যে নির্মম অত্যাচারের ঘটনাবলী এতদিন সকলের চোখের আড়ালে ছিল তা এখন প্রকাশ্যে। মানুষ শিউড়ে উঠছে ছবি দেখে। সপ্তাহান্তে তো বটেই, অন্যান্য দিনেও কর্মব্যস্ততার ফাঁকে সময় বের করে দ্য কাশ্মীর ফাইলস দেখে আসছেন দর্শকরা।
হাজারো বিতর্ক, সমালোচনার মাঝেও অভূতপূর্ব সাফল্য পেয়েছে এই ছবি। একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যাবে সেটা। প্রথম দিনে ছবিটি ব্যবসা করেছিল প্রায় সাড়ে তিন কোটি টাকার। পঞ্চম দিনে সেটা এসে দাঁড়িয়েছে ১৮ কোটি টাকায়! প্রতিদিনই ব্যবসার পরিমাণ বাড়ছে। মুক্তির পর এত দিনে প্রায় ৬০.২০ কোটি টাকা সংগ্রহ করেছে দ্য কাশ্মীর ফাইলস।
ফিল্ম সমালোচকরা মনে করছেন, ষষ্ঠ দিনে ১৭-১৯ কোটি টাকা তুলতে পারে এই ছবি। আর এক সপ্তাহে প্রায় ৯৫-১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে দ্য কাশ্মীর ফাইলস। মাত্র ৩ কোটি দিয়ে শুরু করে এক সপ্তাহেই ১০০ কোটি ছোঁয়া এর আগে কোনো ছবিরই কম্ম হয়নি। রেকর্ড গড়ে দিয়েছে দ্য কাশ্মীর ফাইলস।
প্রথমে প্রায় ৬০০ র কাছাকাছি স্ক্রিন পেয়েছিল এই ছবি। কিন্তু যে পরিমাণে দর্শকদের চাহিদা বাড়ছে তা মাথায় রেখে স্ক্রিনের সংখ্যাও বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, তৃতীয় দিনে নাকি ২০০০ টি স্ক্রিনে চলেছে দ্য কাশ্মীর ফাইলস। প্রচারের অভাব, কম বাজেট, সাধারণ দিনে মুক্তির মতো ঝুঁকি ছিল এই ছবির ক্ষেত্রে।
উপরন্তু দ্য কাশ্মীর ফাইলসের প্রতিপক্ষও কিন্তু যথেষ্ট শক্তিশালী। কিন্তু তবুও গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি, রাধে শ্যাম ও ব্যাটম্যানকে কড়া টক্কর দিয়ে এগিয়ে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি। সবার মুখেই এখন এই ছবিরই নাম। আরো ১৫০০ টি স্ক্রিন বাড়াতে হয়েছে বলে খবর সূত্রের।