মুখ পুড়ল মমতার, বাংলায় চলবে ‘দ্য কেরালা স্টোরি’, সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলাহান্ট ডেস্ক: ধোপে টিকল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যুক্তি। রাজ্যে হিংসার পরিবেশ তৈরি হয়ে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এমন দাবি করে ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) প্রদর্শনী নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। সরকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিনেমা নির্মাতারা। এবার শীর্ষ আদালত মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থগিতাদেশ জারি করে ঘোষণা করল, পশ্চিমবঙ্গে চলবে দ্য কেরালা স্টোরি।

গত ৫ ই মে মুক্তি পেয়েছিল দ্য কেরালা স্টোরি। আর গত ৮ ই মে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের কোনো সিনেমা হলেই দেখানো যাবে না এই ছবি। কারণ এই ছবির জেরে বিঘ্নিত হতে পারে রাজ্যের শান্তির পরিবেশ। পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেখানে সরকারিভাবে নিষিদ্ধ করা হয় দ্য কেরালা স্টোরি প্রদর্শন।

   

kerala story

এরপরেই আদালতের দ্বারস্থ হয় ছবিটির পরিচালক প্রযোজক। আর বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ রায় দেয়, পশ্চিমবঙ্গে চলবে দ্য কেরালা স্টোরি। আদালতের তরফে বলা হয়, পশ্চিমবঙ্গ সিনেমা নিয়ন্ত্রণ আইনের আওতায় রাজ্যে ছবিটির প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কিন্তু আদালতে যেসব তথ্য পেশ করা হয়েছে সেসব খতিয়ে দেখে এই সিদ্ধান্তে আসা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে কেরালা স্টোরির উপরে নিষেধাজ্ঞা জারি করার বিষয়টা যুক্তিসম্মত নয়। তাই রাজ্য সরকারের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করা হল।

অবশ্য প্রযোজকদেরও একটি বিশেষ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বলা হয়েছে, আগামী ২০ মে বিকেল ৫ টার মধ্যে দ্য কেরালা স্টোরি প্রদর্শনের সময়ে বিশেষ সতর্কীকরণ বার্তা যোগ করতে হবে। সেখানে লেখা থাকবে, ৩২ হাজার মহিলা নিরুদ্দেশ হওয়ার কোনো প্রমাণ নেই এবং কেরালা স্টোরি একটি কাল্পনিক ছবি।

এর আগে রাজ্যে ছবির প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আরোপের কারণ দেখানোর জন্য নোটিস দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। শীর্ষ আদালতের নোটিস পেয়ে উত্তরও দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার দ্বিতীয় শুনানির আগেই রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছিল, দ্য কেরালা স্টোরিতে পক্ষপাতিত্ব করা হয়েছে।

এমন ভাবে তথ্য বিকৃত করা হয়েছে যা একটি বিশেষ সম্প্রদায়েরর ভাবাবেগে আঘাত করতে পারে। আর এতে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই নিষিদ্ধ করা হয়েছে ছবিটি, দাবি রাজ্য সরকারের। কিন্তু শেষমেষ কোনো যুক্তিই ধোপে টিকল না। অবশ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের সওয়াল মেনে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, দ্য কেরালা স্টোরি ছবিটি দেখবে আদালত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর