বাংলা হান্ট ডেস্কঃ মাঝ আকাশে বিমানের মধ্যে বোমাতঙ্ক! দমদম বিমানবন্দর থেকে এয়ারএশিয়ার একটি বিমান ১১৪ জন যাত্রী নিয়ে মম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই বিমানসেবিকার হাতে একটি চিঠি দেন এক ভদ্রমহিলা বিমানের পাইলটকে দিয়ে দেওয়ার জন্য । চিঠিতে স্পষ্ট লেখা ছিল, আমার শরীরে বোমা বাধা রয়েছে, যেকোনও সময় তা ফেটে যেতে পারে । বোমাতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন বিমানযাত্রীরাও । পাইলটকে জানাতেই জরুরী অবতরণ করা হয় বিমানটি । যাত্রীদের নিরাপদে নামানো হয়।
এরপর বিমানে তল্লাশি অভিযান শুরু করে সিআইএসএফ-এর দল। সূত্রের খবর, ওই মহিলার শরীর থেকে কোনও বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। জানা গিয়েছে, ওই মহিলার নাম মোহিনী মণ্ডল। ওই মহিলাকে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। কি কারণে তিনি এরকম আতঙ্কের সৃষ্টি করলেন বিমানের মধ্যে, নাকি বিমানটি কলকাতা বিমান বন্দরে ফেরত আনার অন্য কারণ ছিল, তা স্পষ্ট হয়নি এখনও।
শনিবার কলকাতা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব কর্মসূচি শেষ করে রবিবার দুপুরে দিল্লি উড়ে যাওয়ার কথা রয়েছে তাঁর। তার মধ্যেই বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কলকাতা বিমানবন্দরে। শনিবার থেকে শহরে মোদি আসায় পরিস্থিতি উত্তপ্ত। বিক্ষোভ-আন্দোলন-ধরনা, মোদি গো ব্যাক স্লোগান সব মিলে রাজনৈতিক উত্তার চরমে রয়েছে। তার মধ্যে মাঝআকাশে বিমানে বোমাতঙ্কের ঘটনা আরও বেশি আলোড়ন ফেলে দিয়েছে। মোদির নিরাপত্তা ব্যবস্থায় যদিও কোনো খামতি রাখা হয়নি। তবু শহরে প্রধানমন্ত্রী উপস্থিত থাকাকালীন বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরের মতো জায়গায়!