একের পর এক ঝটকা! আয় কমার পর এবার এক ধাক্কায় ৪.২ লক্ষ কোটি টাকা উধাও হল আম্বানির

বাংলা হান্ট ডেস্ক: দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) এবং তার চেয়ারম্যান মুকেশ আম্বানির জন্য এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুনাফা কমেছে। এদিকে, এখন কোম্পানির ভ্যালু থেকে ৪.২ লক্ষ কোটি টাকাও উধাও হয়ে গেছে। এরই মধ্যে কোম্পানিটির শেয়ারও স্প্লিট হয়েছে। যার কারণে কোম্পানিটির শেয়ারের ভ্যালু কমে গিয়েছে।

মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries):

মূলত, ২০২৪ সালের জুনের শেষে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) শেয়ার তাদের শীর্ষে ছিল। যার কারণে এই সংস্থার মার্কেট ক্যাপও ২১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যায়। এই মাইলফলক অর্জনকারী দেশের প্রথম কোম্পানি হয়ে উঠেছে রিলায়েন্স। কিন্তু বর্তমানে এই সংস্থার ধারাবাহিক পতন লক্ষ্য করা যাচ্ছে।

The market cap of Reliance Industries has fallen significantly.

৪.২ লক্ষ কোটি টাকা গায়েব: শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় ১৭.৩৬ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। উল্লেখ্য যে, এই সংস্থার শেয়ার গত ২৮ অক্টোবর স্প্লিট করা হয়েছিল। তারপর থেকে শেয়ারের মূল্য হ্রাস পাচ্ছে। আজ দুপুর ১ টা বেজে ৪৫ মিনিট নাগাদ, এই কোম্পানির শেয়ারের দাম ১.৬৭ শতাংশ পতনের সাথে ১,২৮৪ টাকায় লেনদেন করেছে। এমতাবস্থায়, জুনে শীর্ষে থাকার পরে, কোম্পানির মোট মার্কেট ক্যাপিটালাইজেশন কমেছে ৫০ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪.২ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুন: নিয়েছেন ২,৫১৬ টি উইকেট! ৪২ বছর বয়সে প্রথমবার IPL-এ এন্ট্রি নিতে চলেছেন কিংবদন্তি ক্রিকেটার

আয় কমেছে রিলায়েন্সের: আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, রিলায়েন্স গ্রুপের (Reliance Industries) আয়ও জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে হ্রাস পেয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কনসলিডেটেড মুনাফা বার্ষিক ভিত্তিতে ৪.৮ শতাংশ কমে ১৬,৫৬৩ কোটি টাকা হয়েছে। যেখানে ২০২৩-২৪ অর্থবর্ষের একই ত্রৈমাসিকে এই কোম্পানির মুনাফা ছিল ১৭,৩৯৪ কোটি টাকা।

আরও পড়ুন: তাস খেলেই বিশ্বজয়! মিলল সোনার পদক, দেশের নাম উজ্জ্বল করলেন আসানসোলের সঞ্জিত

প্রসঙ্গত উল্লেখ্য যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) তেল ব্যবসা থেকে আয় ক্রমাগত কমছে। এমতাবস্থায়, রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেলের সামগ্রিক পারফরম্যান্সই এই সংস্থাকে বিপদে সাহায্য করছে। এইসব কোম্পানির ভালো লাভের কারণে রিলায়েন্সের ওভারঅল ইনকাম ঠিক রয়েছে। তবে, এত কিছু সত্বেও মুকেশ আম্বানি এখনও ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হছেন। শুধু তাই নয়, রিলায়েন্স দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমাও ধরে রেখেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মুকেশ আম্বানির মোট সম্পদ এখন ১০০ বিলিয়ন ডলার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর