বাংলাহান্ট ডেস্কঃ শীত কাটিয়ে দেশজুড়ে এসেছে বসন্ত। হু হু করে বাড়ছে রাজধানীর তাপমাত্রা। এহেন পরিস্থিতিতে আবহাওয়া পরিবর্তন দেখা গেল দিল্লিতে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির বিস্তীর্ণ অঞ্চলে হলো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। যার জেরে এক ধাক্কায় অনেকটা কমে গেছে তাপমাত্রা। পাশাপাশি বৃষ্টিপাতের ফলে আরো কমে গেল দিল্লিতে দূষণ। রাজধানীর বাতাসে AQI নেমে আসল ৬৬ তে।
আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আরো পাঁচটি রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে। পাঞ্জাব, হিমাচল প্রদেশ, লাদাখ, কাশ্মীর ও পাকিস্তানের গিলগিট বালটিস্তানে হবে বৃষ্টি। পাশাপাশি অরুণাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র ও বিদর্ভে হতে পারে শিলাবৃষ্টি।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছিল মুম্বাইয়ের পরিষ্কার নীল আকাশের ছবি। যা স্পষ্ট প্রমাণ করে দূষণ এর করাল গ্রাস কাটিয়ে উঠছে বাণিজ্য নগরী। পাশাপাশি রাজধানী শহর দিল্লিতে a.q.i এর স্তর উল্লেখযোগ্যভাবে কমেছে।
দিল্লি শহর বায়ু দূষণের ক্ষেত্রে বিশ্বের প্রথম সারিতে রয়েছে। সেখানে a.q.i এর পরিমান 38 এর নিচে নেমে গেছে যা খুবই স্বস্তিদায়ক। লকডাউন এর ফলে দিল্লির বাতাসে নাইট্রোজেন অক্সাইড এর পরিমাণ রেকর্ড হারে কমে গেছে। সাফারের তথ্য থেকে জানা গেছে যে ২৫ শে মার্চ দিল্লির সামগ্রিক একিউআই স্কোর ৮৮ ছিল।