১৩০ জনের থেকে ৮ লক্ষ করে, পার্থর অ্যাকাউন্টেও ঢুকেছে টাকা! আদালতে দাবি ED-র

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ কেলেঙ্কারি মামলায় ধৃত তৃণমূলের (Trinamool Congress) যুবনেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে ফের একবার ইডির আইনজীবী মুখে আনলেন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম। আদালতে ইডির আইনজীবী জানান, ১৩০ জন চাকরি প্রার্থীর প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছিল ৮ লক্ষ টাকা করে। প্রভাবশালীদের কাছে গিয়েছে সেই টাকা।

তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও রয়েছেন সেই প্রভাবশালীর তালিকায়। শুক্রবার ইডি হেফাজতের মেয়াদের শেষ দিন ছিল কুন্তলের। তৃণমূলের এই যুবনেতার আইনজীবী আজ আবেদন জানান জামিনের। কিন্তু ইডির তরফ থেকে জোরদার ভাবে জামিনে মুক্তির দাবির বিরোধিতা আসে। শুধু তাই নয়, ইডির আইনজীবীর তরফে বিস্ফোরক তথ্য দেওয়া হয়।

ইডির আইনজীবী আদালতের সাওয়াল করে বলেন, বেআইনিভাবে ১৩০ জনকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছিল। এদের সবার কাছ থেকে নেওয়া হয়েছিল ৮ লক্ষ টাকা করে। এছাড়াও টাকা তোলা হয়েছিল নবম-দশম শ্রেণীর শিক্ষক, উচ্চ প্রাথমিক ও শিক্ষা কর্মী নিয়োগের জন্যও। কুন্তল ঘোষ ও তার সহযোগী সেই টাকা গ্রহণ করেছিল।

এরপর হাত বদল হয়ে সেই টাকা পৌঁছেছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ প্রভাবশালীদের পকেটে। এমনকি ইডি দাবি করেছে কোন কোন ক্ষেত্রে সরাসরি টাকা পৌঁছাতে তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে। কুন্তল ঘোষের জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী এদিন বলেন, এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চরিত্র কুন্তল। তাই তাকে জামিন দেওয়া ঠিক নয়।

partha, kuntal

প্রয়োজনে জেলে গিয়ে ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কুন্তল ঘোষের আইনজীবী রাজা সেনগুপ্ত পাল্টা দাবি করে বলেন, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে দাবি করছে তার কোন তথ্য প্রমাণ নেই। কোনো টাকা উদ্ধার হয়নি কুন্তলের কাছ থেকে। কুন্তলকে অহেতুক ভাবে আটকে রাখা হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর