আমজনতার জন্য ভালবযুক্ত এন-৯৫ মাস্ক ক্ষতিকারক, সতর্কতা জারি কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona virus) সংক্রমণ থেকে বাঁচতে মুখে মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। আর এতে বাজারের চাহিদা বেড়েছে এন-৯৫ মাস্কের। আমজনতার জন্য ভালবযুক্ত এন-৯৫ মাস্ক নিরাপদ নয়, তা নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Ministry of Health)।

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে জানানো হল, সাধারণ মানুষের পক্ষে ভালবযুক্ত এন-৯৫ মাস্ক ক্ষতিকারক। বরং বাড়িতে তৈরি মাস্ক পরার পক্ষেই সওয়াল করেছে স্বাস্থ্য মন্ত্রক।

c0481846 wuhan novel coronavirus illustration spl 1

স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেল রাজীব গর্গের লেখা সেই চিঠিতে জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে এন-৯৫ মাস্কের ‘অনুপযুক্ত ব্যবহার’ লক্ষ্য করা গিয়েছে। বিশেষত ভালবযুক্ত এন-৯৫ মাস্কের ক্ষেত্রে সেই প্রবণতা আরও বেশি পরিলক্ষিত হয়েছে। স্বাস্থ্যকর্মী ছাড়া সাধারণ মানুষের জন্য বাড়িতে তৈরি মাস্কের সওয়াল করেছেন তিনি।

বিশেষত, ভালভড রেসপিরেটর্স থাকা এন-৯৫ মাস্কের ক্ষেত্রে। সোমবার (২১ জুলাই)-ই এই মর্মে এক নোটিশে এন-৯৫ মাস্কের বিরুদ্ধে কেন্দ্রের আপত্তির কথা সবক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা চালিয়ে দেখেছে।

0000

এন-৯৫ মাস্কে উপকারের থেকে ‘ক্ষতিকারক’ দিকই বেশি। কেন্দ্রের বক্তব্য, যে কারণে মাস্ক পরা, সেই কোভিড সংক্রমণই ঠেকাতে পারে না এন-৯৫ মাস্ক। সংক্রমণের বিস্তার রোধে কেন্দ্র যে সমস্ত পদক্ষেপ করেছে, এন-৯৫ মাস্ক তার জন্য ক্ষতিকারক।

DGHS রাজীব গর্গের এই অ্যাডভাইজরিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে হোমমেড মাস্ক পাওয়া যাচ্ছে। তা ব্যবহার করা যেতে পারে।

kl 5

এদিকে, সোমবার (২০ জুলাই) রাত পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ১১ লক্ষ ৫৪ হাজার ৯১৭। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ হাজার ৮১০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯ জনের। গত ২৪ ঘণ্টায় গোটা দেশএ মারা গিয়েছেন ৫৯৬ জন।

সম্পর্কিত খবর