এক, দুজন নয়, এবার পদ্ম পুরস্কারের জন্য নয় মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ করা হল ক্রীড়ামন্ত্রকের তরফে।

ক্রীড়ামন্ত্রকের তরফে এবার পদ্ম পুরস্কারের জন্য একসাথে নয় জন মহিলা ক্রিয়াবিদের নাম ঘোষণা করা হয়েছে। এই নয় জনের তালিকায় রয়েছেন ভারতীয় বক্সিং এর আইডল মেরি কম থেকে শুরু করে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ভারতীয় শার্টলার পি ভি সিন্ধু।

পদ্মবিভূষন সম্মান যা ভারতের দ্বিতীয় বৃহত্তম নাগরিক সম্মান। এবার সেই সম্মানের জন্য ক্রীড়ামন্ত্রকের তরফে নাম সুপারিশ করা হয়েছে ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কমের নাম। এর আগে মেরি কম পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 2006 সালে, এছাড়া 2013 সালে পেয়েছেন পদ্মভূষণ সম্মান। এছাড়াও সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া পি ভি সিন্ধুও 2015 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। আর এবার সিন্ধুর নামও সুপারিশ করা হয়েছে পদ্মবিভূষণ পুরস্কারের জন্য।

   

IMG 20190912 142848

ক্রিয়ামন্ত্রকের তরফে পদ্মবিভূষণ পুরস্কারের জন্য এই দুজন মহিলা ক্রিয়াবিদ ছাড়াও আরও সাত জন মহিলা ক্রীড়াবিদের নাম সুপারিশ করা হয়েছে।

তাঁরা হলেন ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রিত কৌর, শাটলার মনিকা বাত্রা, কুস্তিগির বিনেশ ফোগত, হকি দলের অধিনায়ক রানি রামপাল, প্রাপ্তন শুটার শুমা শিরুর এবং পর্বতরাহী যমজ বোন তাশি এবং নাংশি মালিক।

ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়েছে এই নয় জন মহিলা ক্রীড়াবিদ প্রত্যেকেই নিজের দেশের জন্য সেরাটা দিয়েছেন। আর তাই এনাদের আত্মত্যাগের জন্যই পদ্মবিভূষণ পুরস্কারের জন্য এনাদের নাম সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য এই নয় জন মহিলা ক্রীড়াবিদের নাম ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর অর্থাৎ 2020 সালের প্রজাতন্ত্র দিবসের আগের দিন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর