দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চড়বেন এই গাড়িতে! এর দাম এবং বিশেষত্ব জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথগ্রহণ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। পাশাপাশি, দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে এক ইতিহাস তৈরি করেছেন তিনি। এমতাবস্থায়, একসময় গ্রামের কুঁড়েঘরে তাঁর দিন কাটলেও এখন থেকে তিনি ৩৪০ কক্ষের রাষ্ট্রপতি ভবনে থাকবেন। ওই ভবনটিতে বড় বাগান, হল এবং লাইব্রেরিও রয়েছে। রাইসিনা হিলসে নির্মিত এই বিলাসবহুল ভবনটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়।

তবে শুধু বিলাসবহুল বাসভবনই নয়, তার পাশাপাশি রাষ্ট্রপতি যে গাড়িটিতে চড়বেন সেটাও অত্যাধুনিক। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ওই গাড়িটি সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো। যেগুলি জানার পর চমকে যাবেন যে কেউই। প্রথমেই বলি, রাষ্ট্রপতির গাড়িতে কোনো লাইসেন্স প্লেট থাকে না। তার পরিবর্তে রয়েছে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ।

   

পূর্বে রাষ্ট্রপতি ক্যাডিলাক কান্ট্রি ব্যবহার করতেন: প্রথমদিকে, ভারতের রাষ্ট্রপতির সরকারি সফরের জন্য ক্যাডিলাক কান্ট্রি গাড়িটি ব্যবহৃত হত। ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের আগে পর্যন্ত রাষ্ট্রপতির জায়গায় গভর্নর জেনারেলের কার্যালয় ছিল। সেই সময়ে, রাষ্ট্রপতির জন্য একটি কনভার্টিবেল ক্যাডিলাকের ব্যবহার করা হত। পাশাপাশি, সেটি দীর্ঘ কয়েক বছর ধরে কনভয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। পরে হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসেডর দ্বারা সেটি প্রতিস্থাপিত করা হয়।

নব্বইয়ের দশকে পরিবর্তন করা হয় গাড়ির: নব্বইয়ের দশকে অনেক নতুন ব্র্যান্ড ভারতে আসতে শুরু করে। পাশাপাশি, রাষ্ট্রপতিও একাধিক বিলাসবহুল গাড়ি ব্যবহার শুরু করেন। এমতাবস্থায়, শঙ্কর দয়াল শর্মার একটি W124 মার্সিডিজ S-Class অফিসিয়াল গাড়ি ছিল। শঙ্কর দয়াল শর্মাই প্রথম রাষ্ট্রপতি যিনি S-Class লিমুজিন চালু করেছিলেন। তারপরে রাষ্ট্রপতি কে আর নারায়ণন এবং এপিজে আব্দুল কালাম সরকারি গাড়ি হিসাবে পরবর্তী প্রজন্মের বুলেটপ্রুফ W140 S-Class পেয়েছিলেন।

প্রতিভা পাতিল এবং প্রণব মুখার্জিরও বিলাসবহুল গাড়ি ছিল: এদিকে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এবং প্রণব মুখার্জিরও বিলাসবহুল মার্সিডিজ লিমুজিন গাড়ি ছিল। প্রতিভা পাতিল ছিলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি এবং তাঁর মেয়াদে একটি W221 মার্সিডিজ S600 পুলম্যান গার্ড লিমুজিন ব্যবহৃত হত। পরে প্রণব মুখোপাধ্যায় সেই একই গাড়ি পেয়েছিলেন। পাশাপাশি রামনাথ কোবিন্দও তা ব্যবহার করেন।

কোবিন্দকে ২০২১ সালে একটি নতুন গাড়িতে দেখা যায়: ২০২১ সালের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে তাঁর নতুন লিমুজিন মার্সিডিজ মেব্যাক এস 600 পুলম্যান গার্ডের (Mercedes Maybach S600 Pullman Guard) সাথে দেখা গিয়েছিল। এর আগে তিনি W221 S-Class-এর উপর ভিত্তি করে একটি ভিনটেজ লিমুজিন মার্সিডিজ বেঞ্জ S500 পুলম্যান গার্ড ব্যবহার করতেন।

WhatsApp Image 2022 07 25 at 7.11.58 PM

দাম কত: ভারতের রাষ্ট্রপতির লিমুজিন Mercedes Maybach S600 Pullman Guard-এর দাম প্রায় ১০ কোটি টাকা। এই লিমুজিনটি অত্যন্ত বিলাসবহুল একটি গাড়ি। পাশাপাশি, এতে রয়েছে একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য। এটিতে বসার অনুভূতি একটি বিলাসবহুল সোফায় বসে থাকার মতো।

WhatsApp Image 2022 07 25 at 7.12.59 PM

নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ: ভারতের রাষ্ট্রপতির গাড়িতে বুলেট প্রুফ অ্যালয় এবং টায়ারের পাশাপাশি অক্সিজেন সরবরাহ, স্বয়ংক্রিয় লক নিয়ন্ত্রণ, প্যানিক অ্যালার্ম সিস্টেম সহ সমস্তরকমের সুবিধা রয়েছে।

aux head 1561968690 20190701 maybach t

বোমা এবং গোলাগুলিতেও পড়বে না কোনো প্রভাব: ভারতের রাষ্ট্রপতির অফিসিয়াল গাড়ির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এটিতে VR9 স্তরের ব্যালিস্টিক সুরক্ষা রয়েছে। এছাড়াও, এটিতে পয়েন্ট ৪৪ ক্যালিবার হ্যান্ডগান শটের পাশাপাশি সামরিক রাইফেলের শট, বোমা এবং অন্যান্য বিস্ফোরণের পাশাপাশি গ্যাস হামলা হলেও গাড়ির ভেতরে থাকা ব্যক্তি সুরক্ষিত থাকবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর