ক্রিকেটের ইতিহাসে লজ্জা, বেটিং কাণ্ডে জেল খাটা বোলারকে জাতীয় দলে নিল পাকিস্তান! খেলতে পারেন বিশ্বকাপেও

বাংলা হান্ট ডেস্ক : বিতর্কের মুখেও নিজেদের সিদ্ধান্তে অনড় রইল পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ড। ম্যাচ ফিক্সিং করে জেল খাটা বোলার মহম্মদ আমির (Mohammad Amir) এবং বাঁ হাতি স্পিনার ইমাদ ওয়াসিমকে (Imad Wasim) দলে নিল পাক বোর্ড (Pakistan Cricket Board)। সূত্রের খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টিতে খেলবেন তারা। তারপর থেকেই ব্যাপক আলোড়ন শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে।

আগামী ১৮ এপ্রিল থেকে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কথা রয়েছে। যার তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিণ্ডি এবং দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এই সিরিজেই খেলতে চলেছেন মহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম। বেটিং কাণ্ডে জড়িত থাকার জন্য পাঁচ বছরের জন্য তাঁকে নির্বাসিত করেছিল ICC। দেশে গিয়ে জেলও খেটেছিলেন আমির।

তবে শাস্তির মেয়াদ শেষ হতেই ফের একবার ক্রিকেট কেরিয়ার শুরু করেন আমির। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপ খেলার পর ২০২০ তে অবসর নিয়েছিলেন তিনি। তারপর থেকে মূলত ফ্র্যাঞ্চাইজি লিগেই দেখা যেত আমিরকে। অন্যদিকে আমাদের কথা বললে, তিনি অবসর নিয়েছিলেন ২০২৩ সালে। শোনা যায়, ব্যক্তিগতভাবে তিনি নিজে যতটা না দলে ফিরতে চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন : T20 বিশ্বকাপে খেলবেন বিরাট? রাখঢাক না রেখে জানিয়েই দিলেন BCCI নির্বাচক

pakistan (1)

মূলত বোর্ডের ইন্ধনেই দলে ফিরেছেন তিনি। এইদিন পাকিস্তানের নির্বাচক মহম্মদ ইউসুফ বলেন, ‘আশা করি সম্প্রতি এই দুই ক্রিকেটার যে উন্নতি করেছে সেটা দেশের জার্সিতেও করে দেখাতে পারবে। নির্বাচক এবং অধিনায়কের আস্থা অর্জন করতে পেরেছে ওরা।’ যদিও প্রাক্তন ক্রিকেটার তথা চেয়ারম্যান রামিজ রাজার মত মেলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে। তার কথায়, ‘ওদের প্রতি সমব্যথী হলেও কখনও ক্ষমা করতে পারব না। যদি আমার ছেলে এই কাজ করত তা হলে ওকেও ত্যাগ করতে দু’বার ভাবতাম না।’

 

 

 

 


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর