বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংকটের মধ্যে পাকিস্তান (Pakistan) কিন্তু ভারতের (India) পেছন ছাড়তে নারাজ। ভারত সরকার নিজের সহ বিভিন্ন দেশের সাহায্যের কাজে নিয়োজিত রয়েছে। বিভিন্ন দেশকে কখনও পাঠাচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা দ্রব্য, তো আবার কখনও বিদেশ থেকে ভিন দেশী নাগরিকদের ফিরিয়ে এনে, তাঁদের সাহায্য করছে। কিন্তু অন্য দিকে এই সংকটের মধ্যেও পাকিস্তান সরকার ভারতের অধিকৃত গিলগিট বালটিস্তানে নির্বাচনের ব্যবস্থা করছে।
পাক সরকার এর পরিণাম আন্দাজ করতে পারছে না
সংকটজনক পরিস্থিতিতেও পাকিস্তান সরকার নিজের দেশের নাগরিকদের সুরক্ষার কথা না ভেবে, ভারতের ক্ষতি করতে মুখীয়ে রয়েছে। ভারতের বিরুদ্ধে এই নক্কার জনক কাজের পরিণাম ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে, তা পাক সরকার ইমরান খান (Imran khan) এবং পাকিস্তানের রাষ্ট্রপতি কেউই ঠাহর করতে পারছেন না।
পাক রাষ্ট্রপতির জারী করা নির্দেশিকা
পাকিস্তানের রাষ্ট্রপতি আর এফ আলবি এক আদেশ জারী করে, গিলগিট বালটিস্তানে সরকারের গঠনের বিষিয়ে নির্দেশ দেন। রাষ্ট্রপতির এই নির্দেশ জারী করা হয়েছিল, যখন পাক সুপ্রিম কোর্ট ৩০ শে এপ্রিলে সংঘের সরকারকে ক্ষেত্রতে সাধারণ নির্বাচনের জন্য ২০১৮ এর এক প্রশাস্তিক আদেশ সংশোধনের অনুমতি দিয়েছিল।
যখন ‘অর্ডার অফ 2018’-এ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আইন পরিবর্তনের অধিকার এবং প্রশাসনিক বদলের অধিকার দেওয়া হয়েছিল, তখন থেকেই পাকিস্তান সরকার গিলগিট বালটিস্তান অধিকারের কাজ ২০১৮ সাল থেকেই শুরু করে দিয়েছিল।
পাকিস্তানের কাজের তীব্র বিরোধিতা করে ভারত সরকার
সুপ্রিম কোর্ট দ্বারা গিলগিট বালটিস্তানে নির্বাচনের সম্মতি প্রদানের পর, ভারত সরকার ইসলামাবাদের সমকক্ষ এবং কবজাধীন POK এবং গিলিগিট বালটিস্তানের এলাকাকে খালি করতে বলে দেয়। পাশাপাশি পাকিস্তানের ঘৃণ্য মানসিকতার বিরোধীতাও করে।
চলতি মাসের শুরু দিকে দিল্লীতে ভারতের বিদেশমন্ত্রালয় থেকে পাকিস্তানের একবরীশ রাজনায়েককে আপত্তি পত্র জারী করে, আদালতের আদেশের তীব্র বিরোধিতা করে। এর সাথে আরও বলা হয়েছিল, গিলগিট বালটিস্তানের এলাকাসহ জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারেতের অভিন্ন অংশ।
ইমরান সরকার ভয়ে কাবু
আতঙ্কবাদের মদতকারী ইমরান খান বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভয়ে গুটিয়ে রয়েছেন। কারণ, ইমরান খানের একের পর এক পরিকল্পনা ভেঙ্গে দিচ্ছে মোদী সরকার। বদলার জন্য নতুন পন্থা খোঁজার চেষ্টা করেলও, জয়লাভের কোন আশাই সে দেখতে পাচ্ছে না।