বিশ্বে ফের কদর বাড়ল প্রধানমন্ত্রী মোদীর! এবার বড় প্রস্তাব দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। এমনকি, আন্তর্জাতিক স্তরেও প্রভাব বৃদ্ধি হচ্ছে তাঁর। এমতাবস্থায়, মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর (Andrés Manuel López Obrador) মোদীকে বিশেষ প্রস্তাব দিয়েছেন। জানা গিয়েছে, আন্দ্রেস ম্যানুয়েল বলেছেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বন্ধ করতে এবং বিশ্ব শান্তির উদ্দেশ্যে জাতিসংঘকে ৫ বছরের জন্য একটি কমিশন তৈরি করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তিন বিশ্বনেতাকে অন্তর্ভুক্ত করতে হবে সেখানে। শুধু তাই নয়, শীঘ্রই জাতিসংঘে এই প্রসঙ্গে তিনি লিখিত প্রস্তাব দেবেন বলেও জানান।

ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও এই দু’জনকে অন্তর্ভুক্ত করার আবেদন: এই প্রসঙ্গে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এই কমিশনে পোপ ফ্রান্সিস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অন্তর্ভুক্ত করতে হবে। এই কমিশনের উদ্দেশ্য হবে বিশ্বব্যাপী যুদ্ধ প্রতিরোধের জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা। এছাড়াও, বিশ্বজুড়ে যুদ্ধ প্রতিরোধে যে প্রস্তাব পেশ করা হবে তার বাস্তবায়ন করা এবং কমপক্ষে ৫ বছরের জন্য শান্তি চুক্তি করাও ওই কমিশনের লক্ষ্য হবে। তিনি বলেন, “আমরা আশা করি গণমাধ্যম এই বিষয়ে তথ্য প্রচারে আমাদের সহায়তা করবে।”

চিন, রাশিয়া ও আমেরিকার কাছেও শান্তির আবেদন: যুদ্ধের মত বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে মেক্সিকান প্রেসিডেন্ট চিন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে শান্তি স্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি, তিনি আশা প্রকাশ করে জানিয়েছেন যে, “ওই তিনটি দেশ আমরা যে প্রস্তাব দিয়েছি সেই রকম একটি পরামর্শ শুনবে এবং মেনেও নেবে।”

Andres Manuel Lopez Obrador

এছাড়াও ওব্রাডর জানিয়েছেন যে, এই দেশগুলির মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের কারণে এক বছরেরও কম সময়ে বিশ্ব ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়েছে। এমনকি, বিশ্বে দারিদ্র্য, মুদ্রাস্ফীতি এবং খাদ্য সঙ্কট বেড়েছে। এই কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন মানুষ। এমনকি ঘটছে প্রাণহানিও। ওব্রাডরের মতে, প্রস্তাবিত কমিশন তাইওয়ান, ইজরায়েল এবং ফিলিস্তিনের ক্ষেত্রে চুক্তিতে পৌঁছতে সাহায্য করবে। এছাড়াও, এটি আরও সংঘাত প্রতিরোধে সহায়তা করবে বলেও আশাবাদী তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর