বাংলা হান্ট ডেস্ক: সোনা-রুপোর (Gold-Silver Price) দাম বৃদ্ধির রেশ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও সোনার পাশাপাশি রুপোর দাম বেড়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চলতি সপ্তাহে সোনার দাম লাগাতার বেড়েছে। এমতাবস্থায়, আজ সোনার দাম বেড়েছে ২৫০ টাকা। আর রুপোর দাম বৃদ্ধি পেয়েছে ১,২০০ টাকা। উল্লেখ্য যে, বিভিন্ন শহরে সোনা ও রুপোর দামে তারতম্য ঘটে। মূলত, রাজ্য সরকার দ্বারা আরোপিত করের কারণে সেগুলির দাম শহর থেকে শহরে পরিবর্তিত হয়। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক আজকে সোনা-রুপোর দাম ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে।
কোন শহরে কত দাম:
দিল্লিতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,২৬০ টাকা।
মুম্বাইতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,১১০ টাকা।
কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,১১০ টাকা।
চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,৯৩০ টাকা।
হায়দ্রাবাদে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,১১০ টাকা।
চণ্ডীগড়ে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,২৬০ টাকা।
জয়পুরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,২৬০ টাকা।
পাটনায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,১৬০ টাকা।
লখনউতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,২৬০ টাকা।
নাগপুরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,১১০ টাকা।
সুরাটে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,১৬০ টাকা।
পুণেতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,১৬০ টাকা।
কেরালায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হল ৬৬,১১০ টাকা।
সোনা ও রুপোর স্পট প্রাইস: এইচডিএফসি সিকিউরিটিজের সিনিয়র কমোডিটি অ্যানালিস্ট সৌমিল গান্ধী জানিয়েছেন, স্পট গোল্ডের দাম (২৪ ক্যারেট) দিল্লির বাজারে প্রতি ১০ গ্রামে ৬৬,২০০ টাকায় লেনদেন করছে। যা পূর্বের বন্ধের তুলনায় ২৫০ টাকা বেশি। মার্কিন ডলারের পতন এবং সুরক্ষিত বিনিয়োগের কারণে বৃহস্পতিবার ইউরোপিয় ট্রেডিং সেশনে সোনার দাম সাম্প্রতিক নিম্ন স্তর থেকে পুনরুদ্ধার হয়ে উচ্চতরে স্থানান্তরিত হয়েছে।
আরও পড়ুন: ৯.২৫%, মার্চ মাসে Fixed Deposit-এ সুদের হার বাড়াল এই তিন ব্যাঙ্ক! গ্রাহকেরা হবেন মালামাল
এদিকে, আন্তর্জাতিক বাজারে, Comex-এ স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ২,১৬৯ মার্কিন ডলারে লেনদেন হয়েছে। যা পূর্বের বন্ধের তুলনায় ৯ মার্কিন ডলার বেশি। রুপোও প্রতি আউন্সে ২৪.৯২ মার্কিন ডলারে উঠেছে এবং আগের বাণিজ্যে এটি প্রতি আউন্সে ২৪.২২ মার্কিন ডলারে বন্ধ হয়েছিল। এইচডিএফসি সিকিউরিটিজ অনুসারে, বিশ্ব বাজারে সোনার দাম বৃদ্ধির মধ্যে বৃহস্পতিবার রাজধানীতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ২৫০ টাকা বেড়ে ৬৬,২০০ টাকা হয়েছে।
আরও পড়ুন: গার্ডেনরিচের তৈরি যুদ্ধজাহাজই এবার বধ করবে চিনা সাবমেরিন! সমুদ্রে ঝড় তুলবে “অগ্রয়” ও “অক্ষয়”
ফিউচার ট্রেডিংয়ে সোনা এবং রুপোর দাম: ফিউচার ট্রেডিংয়ে সোনা পুরোনো দাম থেকে ১৬৫ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৬৫,৭৩০ হয়েছে। পাশাপাশি, বৃহস্পতিবার ফিউচার ট্রেডিংয়ে, রুপোর দাম ৯০ টাকা বেড়ে প্রতি কেজিতে ৭৫,২৬০ টাকা হয়েছে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা