৯.২৫%, মার্চ মাসে Fixed Deposit-এ সুদের হার বাড়াল এই তিন ব্যাঙ্ক! গ্রাহকেরা হবেন মালামাল

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) বিপুল সংখ্যক মানুষ ব্যাঙ্কেই টাকা জমা রাখার পথকে বেছে নেন। মূলত এক্ষেত্রে ঝুঁকি থাকে না বললেই চলে। আর এই কারণেই ব্যাঙ্কে FD (Fixed Deposit)-র মাধ্যমে বিনিয়োগের পথে হাঁটেন অনেকে। এমতাবস্থায়, ব্যাঙ্কগুলি FD-র ক্ষেত্রে বিভিন্ন রকমের সুদ প্রদান করে।

এমতাবস্থায়, আপনিও যদি FD-র জন্য উচ্চ সুদের হারের বিকল্প খোঁজেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, চলতি মাসে FD-তে সুদের হার বৃদ্ধি করেছে তিনটি ব্যাঙ্ক। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ব্যাঙ্কগুলিতে ২ কোটি টাকার কম FD-তে ৯.২৫ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করা হচ্ছে। চলুন জেনে নিই কোন কোন ব্যাঙ্কে এই হারে সুদ দেওয়া হচ্ছে।

These three banks increased the interest rate on Fixed Deposit in March

১. উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Ujjivan Small Finance Bank): এই ব্যাঙ্ক সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩.৭৫ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। মূলত, ১৫ মাসের FD-তে ব্যাঙ্ক সর্বোচ্চ ৮.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। পাশাপাশি, প্রবীণ নাগরিকরা সমস্ত মেয়াদের FD-তে অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাচ্ছেন। এছাড়াও, ১ বছরের FD-তে ৮.২৫ শতাংশ, ৯৯০ দিনের FD-তে ৭.৭৫ শতাংশ এবং ৫ বছরের FD-তে ৬.৫০ শতাংশ সুদ প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: গার্ডেনরিচের তৈরি যুদ্ধজাহাজই এবার বধ করবে চিনা সাবমেরিন! সমুদ্রে ঝড় তুলবে “অগ্রয়” ও “অক্ষয়”

২. শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Shivalik Small Finance Bank): উল্লেখ্য যে, শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ বিনিয়োগকারীদের ৩.৫০ শতাংশ থেকে ৮.৭০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। পাশাপাশি, প্রবীণ নাগরিকদের ৪ শতাংশ থেকে ৯.৪০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্কটি। এছাড়াও, এই ব্যাঙ্কে সর্বোচ্চ সুদ ১২ মাস থেকে ১৮ মাসের FD-তে পাওয়া যায়। পাশাপাশি, ব্যাঙ্কে ৫ বছরের FD-তে ৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: অশ্লীল কনটেন্টের রমরমা! অভিযোগ পেয়েই কড়া অ্যাকশন কেন্দ্রের, ব্লক করা হল ১৮ টি OTT, ১৯ টি ওয়েবসাইট

৩. সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank): সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ থেকে ৯.০১ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। পাশাপাশি, সিনিয়র সিটিজেনদের জন্য উপলব্ধ থাকছে ৪.৪০ শতাংশ থেকে ৯.২৫ শতাংশ পর্যন্ত সুদ। এদিকে, এই ব্যাঙ্কে সবচেয়ে বেশি সুদ দেওয়া হচ্ছে FD-তে। যেটি হল ৯.২৫ শতাংশ। পাশাপাশি, এই ব্যাঙ্কে ৫ বছরের FD-তে ৮.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর