এবার Jio-Airtel-এর গ্রাহকেরা পাবেন বড় ধাক্কা! নতুন বছরের আবহেই ফের দাম বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন (Smartphones) ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। প্রায় প্ৰতিটি কাজেই মোবাইল আমাদের সাহায্য করে। এমতাবস্থায়, স্মার্টফোন ব্যবহার করার জন্য রিচার্জ করার প্রয়োজন হয়। যার মাধ্যমে ব্যবহারকারীরা কলিং এবং ইন্টারনেট ডেটার সুবিধা পান।

কিন্তু নতুন বছরের শুরুতেই গ্রাহকরা একটি বড় ধাক্কা পেতে চলেছেন টেলিকম সংস্থাগুলির কাছ থেকে। জানা গিয়েছে, এবার ফের একবার Bharti Airtel এবং Reliance Jio এই দুই টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়বে গ্রাহকদের পকেটে।

Airtel এবং Jio ট্যারিফ প্ল্যান বাড়াচ্ছে: Jio এবং Airtel এখনও রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ঘোষণা না করলেও বিশেষজ্ঞরা সামগ্রিক পরিস্থিতি বিচার করে অনুমান করছেন যে, এই দুই কোম্পানি শীঘ্রই আরও একবার রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে। এর সবচেয়ে বড় কারণ হল Reliance Jio এবং Airtel সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে 5G পরিষেবা শুরু করেছে।

এমতাবস্থায়, 5G পরিষেবার শুরু হওয়ার কারণে ব্যবহারকারীরা হাই স্পিড ইন্টারনেটের সুবিধা পাচ্ছেন। যার ফলে টেলিকম সংস্থাগুলিকে এই পরিষেবা দিতে গিয়ে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে, Jio এবং Airtel রিচার্জ প্ল্যানের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। পাশাপাশি আগামী বছর থেকেই এই বর্ধিত দাম কার্যকর করা হতে পারে।

JIO AIRTEL 5G

এদিকে, বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে, রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সাথে সাথে কোম্পানি ৯৯ টাকার প্ল্যানটি সম্পূর্ণভাবে বাদ দিতে পারে। যার কারণে গ্রাহকদের বেশি দামের রিচার্জ প্ল্যান নিতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২ সালে 5G পরিষেবা চালু হওয়ার পরে, Airtel এবং Jio-র সাথে ২.২ মিলিয়ন নতুন গ্রাহক যুক্ত হয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর