বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রাজ্যজুড়ে (West Bengal) হু হু করে বৃদ্ধি পাচ্ছে শাক-সবজির (Vegetables) দাম। শুধু তাই নয়, লাউ-বেগুন থেকে শুরু করে টমেটো-লঙ্কা, প্রতিটি সবজিরই দাম প্রায় ১০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি, বাজারে এলেই টান পড়ছে তাঁদের পকেটে। আমরা যদি রাজ্যের বাজারে সাম্প্রতিক কালের শাক-সবজির দামের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, ১ কেজি আলুর দাম পৌঁছে গিয়েছে ৩২ টাকায়। পাশাপাশি, টমেটোর দাম ঘোরাফেরা করছে প্রতি কেজিতে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে।
এদিকে, লাউ এবং বেগুনের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়ে হয়েছে যথাক্রমে ৮০ ও ৭০ টাকা। করলা এবং ঢেঁড়সের দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ১২৮ শতাংশ ও ১৪০ শতাংশ। এখন সেগুলির দাম প্রতি কেজিতে ৮০ ও ৬০ টাকা। অপরদিকে, পেঁয়াজের দাম একলাফে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি কেজিতে পৌঁছে গিয়েছে ৪৫ টাকায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী এমন পরিস্থিতিতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণের জন্য রাজ্য সরকার দ্বারা গঠিত টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন যে, “সামগ্রিকভাবে আমরা সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং শীঘ্রই বাজারে হানা দেওয়া হবে।”
পাশাপাশি, তিনি আরও জানান যে, “আমরা আশা করছি আসন্ন বর্ষার সাথেই এই সমস্যার বেশিরভাগ সমাধান হয়ে যাবে।” তাঁর মতে, “এখন সুফল বাংলার স্টলে সবজি বিক্রি হচ্ছে। কিন্তু সেখানেও দাম রয়েছে বেশি। এরপরে এই পরিস্থিতি যাতে বেশিদিন ধরে বজায় না থাকে তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সুফল বাংলা হল একটি সরকারি প্রকল্প। যার মাধ্যমে ন্যায্য মূল্যে স্টল এবং কাউন্টারে সবজি বিক্রি করা হয়।
আরও পড়ুন: কেন্দ্রে সরকার গঠন হলেও বড় ঝটকা খেল BJP! সমর্থন হারাল এই দলের
কৃষকদের কাছ থেকে সরাসরি ফল এবং সবজি সংগ্রহ করার মাধ্যমে সেগুলি বিক্রি করার লক্ষ্যে ১৪ টি ভ্রাম্যমান দোকানের সাথে ২০১৪ সালে এই প্রকল্পটি শুরু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমাদের রাজ্যে তীব্র গরম পরিলক্ষিত হচ্ছে। একদিকে যখন গরমের জেরে জর্জরিত সকলেই অন্যদিকে বৃষ্টিপাতের অভাবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই কৃষির উৎপাদন ব্যাহত হয়েছে। যার ফলে সবজির দাম উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, কৃষকরা এই অবস্থার জন্য বৃষ্টিপাতের অভাব এবং দীর্ঘস্থায়ী তাপপ্রবাহকে দায়ী করছেন।
আরও পড়ুন: কমোড থেকে উঠে আসছে বিষধর কোবরা! ভাইরাল ভিডিও দেখলে বাথরুমে যেতে ভয় পাবেন
ক্রমশ বাড়ছে সবজির দাম:
টমেটো: প্রতি কেজিতে দাম ১২০ টাকা।
বেগুন: প্রতি কেজিতে দাম ১৫০ টাকা।
আদা: প্রতি কেজিতে দাম ২৫০ টাকা
রসুন: প্রতি কেজিতে দাম ৩০০ টাকা।