এবার দেশের প্ৰথম বুলেট ট্রেনের ভাড়া সামনে এল! টিকিটের দাম সম্পর্কে জানালেন রেলমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে এবং যাত্রীদের আরও ভালোভাবে পরিষেবা দিতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে রেল (Indian Railways)। শুধু তাই নয়, ইতিমধ্যেই মুম্বাই থেকে আহমেদাবাদ রুটে দেশের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) চালানোর প্রস্তুতিও চলছে জোরকদমে। ইতিমধ্যেই বুলেট ট্রেনের কাজের অগ্রগতি সম্পর্কে রেলের পক্ষ থেকে একটি আপডেটও জারি করা হয়েছিল।

এমতাবস্থায়, কবে থেকে বুলেট ট্রেনের পথচলা শুরু হবে সেই দিনটির জন্যই দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছেন যাত্রীরা। প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি একটি অনুষ্ঠান চলাকালীন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswini Vaishnaw) জানিয়েছেন যে, ২০২৬ সাল থেকে বুলেট ট্রেন চালু হবে। পাশাপাশি, তিনি আরও জানান, রেলের তরফে এই দিকে দ্রুত কাজ করা হচ্ছে।

ফার্স্ট এসির ভাড়ার ভিত্তিতে দাম নির্ধারিত হতে পারে: রেলমন্ত্রী বলেন, সরকার এই ক্ষেত্রে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। যেগুলির ফলাফলও আসতে শুরু করেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিগত দিনে রেলমন্ত্রী বুলেট ট্রেনের ভাড়ার প্রসঙ্গেও ইঙ্গিত দেন। এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বুলেট ট্রেনের ভাড়া নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তা জনগণের কাছে সহজলভ্য হবে। তাঁর মতে, বুলেট ট্রেনের ভাড়ার ভিত্তি হিসেবে ফার্স্ট এসিকে সামনে রাখা হছে। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে, বুলেট ট্রেনের ভাড়া ফার্স্ট এসির ভাড়ার কাছাকাছি হবে।

প্রকল্প চূড়ান্ত হওয়ার পর ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: এছাড়াও, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানান যে, বুলেট ট্রেনের ভাড়া ফ্লাইটের চেয়ে কম হবে এবং সুযোগ-সুবিধাও ভালো হবে। তাঁর মতে, প্রকল্পের কাজ শেষ হলেই ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে এটি সম্পর্কে শুধুমাত্র অনুমান করা যেতে পারে। উল্লেখ্য যে, প্রথমে মুম্বাই-আমেদাবাদ হাই স্পিড রেলওয়ের প্রকল্পটি সম্পন্ন হবে। এরপরই আরেকটি প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে।

Ashwini Vaishnaw

পাশাপাশি, সুরাট এবং বিলিমোরার মধ্যে বুলেট ট্রেন চালানোর জন্য সরকার ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণ করেছে। এই প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, এই কাজে ভালো অগ্রগতি হচ্ছে। জানিয়ে রাখি যে, মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে বুলেট ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমতাবস্থায়, দুই শহরের মধ্যে ৫০৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে দুই ঘণ্টারও কম সময় লাগবে। পাশাপাশি, দুই শহরের মধ্যে ১২ টি স্টেশন থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর