বাংলা হান্ট ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় (Ration Scam Case) আরও অস্বস্তিতে বালু। সদ্য গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ইডি হেফাজতে কড়া জিজ্ঞাসাবাদের পর এখন তার ঠিকানা হয়েছে জেলের সেল। আদালতের নির্দেশে রবিবার জেল হেফাজতে গিয়েছেন মন্ত্রীমশাই। আর জেলে যেতেই ঘুচলো বাড়ির খাবার।
এতদিন বাড়ি থেকে খাবার এলেও এ বার থেকে জেলের খাবার খেতে হবে জ্যোতিপ্রিয়কে। মন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, মন্ত্রী অসুস্থতা। তাই তাকে যে বিশেষ ডায়েট মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সেই মতই খাবার দেওয়া হবে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে সেই ডায়েট মতো খাবার দেওয়ার পরিকাঠামো জেলে রয়েছে। এই নিয়ে আদালতে মুখবন্ধ খামে একটি রিপোর্টও জমা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গত ২৭ অক্টোবর নিজে বাসভবন থেকে গ্রেফতার করা হয় মন্ত্রীকে। তারপর পরদিন তাকে নিম্ন আদালতে পেশ করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বেশ কিছুদিন পর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইডি হেফাজতে ছিলেন জ্যোতিপ্ৰিয়।
আরও পড়ুন: হঠাৎ কলকাতা হাইকোর্ট থেকে দুই বিচারপতিকে বদলি করে দেওয়া হল! বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
নানা রোগে জর্জরিত বালু। ডায়াবেটিস, রক্তচাপ, সুগারের সমস্যাও রয়েছে তার। বিভিন্ন অসুস্থতার কারণেই সেই সময় বাড়ি থেকে বিশেষ ডায়েট মেনে পাঠানো খাবার খাওয়ার অনুমতি ছিল মন্ত্রী। মন্ত্রীর বাড়ি থেকে যিনি খাবার নিয়ে আসতেন, প্রথমে তাকেই সেই খাবার খাওয়াতেন ইডি। তার পর তা মন্ত্রীকে দেওয়া হত।
তবে এবার আদালতে জেল কর্তৃপক্ষ রিপোর্ট দিয়ে জানিয়েছেন, বেসরকারি হাসপাতালের পরামর্শ মত বিশেষ ডায়েট মেনে মন্ত্রীকে খাবার দেওয়ার পরিকাঠামো তাদের রয়েছে। তাই বাকি বন্দিদের মতো এখন থেকে জেলের খাবারই দেওয়া হবে জ্যোতিপ্ৰিয়কে। সূত্রের খবর, জেলে যাওয়ার পর প্রথম রাতে কেঁদে ভাসিয়েছেন জ্যোতিপ্ৰিয়। শুয়েছেন মেঝেতে চাদর পেতে।