বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বের নানান আধুনিক বিলাসবহুল, ব্যয়বহুল হোটেল (hotel) সম্পর্কে অনেকেই অনেক কিছু শুনেছে। কিন্তু কখনও কি বিশ্বের সবথেকে ছোট হোটেলের (smallest hotel) বিষয়ে কিছু শুনেছেন? একে আপনি ‘মিনি হোটেল’ও বলতে পারেন। দক্ষিণ-পশ্চিম এশিয়ার আকাবা উপসাগরের দক্ষিণে অবস্থিত আরব দেশ জর্ডানে অবস্থিত এই হোটেল।
শুনলে আরও অবাক হবেন এই হোটেল কোন ইট কাঠ পাথরের বিল্ডিং-এ নয়, বিশ্বের সবথেকে ছোট হোটেল একটি চারচাকা গাড়ির মধ্যে তৈরি হয়েছে। জর্দানের বাসিন্দা মোহাম্মদ আল-মালাহিম হলেন এই হোটেলের মালিক। তাঁর এই ভিনটেজ ভক্সওয়াগেন বিটেল হোটেলটি বিশ্বের সবচেয়ে ছোট এবং অনন্য বলেও তিনি মনে করেন।
পর্যটন প্রকল্পে কাজ করতে চেয়ে ২০১১ সালে এই অদ্ভূত হোটেল চালু করেছিলেন মোহাম্মদ আল-মালাহিম, যা এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই হোটেলে একসঙ্গে মাত্র দুজন থাকতে পারবেন। দম্পতিদের কাছে এই হোটেল খুবই পছন্দের হবে। আরও জানা গিয়েছে, এই হোটেলের প্রতিদিনের ভাড়া মাত্র ৪ হাজার টাকা।
তবে কিন্তু আপনি চাইলেই এই হোটেলে থাকতে পারবেন না। তার জন্য আপনাকে আগে থাকতে বুকিংও করতে হবে। এই হোটেলে থাকার জন্য ভ্রমণকারীদের লম্বা লাইনও পড়ে। তাই আগে থাকতে বুকিং করা না থাকলে, সুযোগ পাওয়া মুসকিল।
বিশাল পাথরের মাঝে দাঁড়িয়ে থাকা এই হোটেলটি চাদর এবং বালিশ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এমনকি হোটেলের গ্রাহকদের পাশের একটি গুহা থেকে খাবার এবং জল সরবরাহ করেন হোটেলের মালিক মোহাম্মদ আল-মালাহিম।