বাংলাহান্ট ডেস্কঃ মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে, এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (supreme court)। মুকুল রায় এই পদে বহাল থাকবেন কিনা, কিংবা তাঁকে পদত্যাগ করানো হবে কিনা, সময় নষ্ট না করে দ্রুতই জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, আগামী ২২ শে ডিসেম্বর এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এই বিষয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ‘আদালতের রায় মেনে, এই মামলার দ্রুতই নিস্পত্তি চাই আমরা’। যদিও এই বিষয়ে আগেই কলকাতা হাইকোর্টে মামলাটি উঠেছিল। আর সেই হাইকোর্টের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রথম থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিশ্বস্ত সৈনিক হওয়া সত্ত্বেও বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছিলেন মুকুল রায়। গত একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়াইয়ে অংশ নিয়ে জয়ী হন কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে। কিন্তু জয়ের পর তৈরি হয় দলের সঙ্গে দূরত্ব। আর কিছুদিনের মধ্যেই বিজেপি ছেড়ে ফিরে যান নিজের পুরনো আশ্রয়ে।
তৃণমূলে ফিরতেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয় মুকুল রায়কে, যা প্রধানত বিরোধী দলের কোন সদস্যকেই করার নিয়ম। যদিও পিএসি চেয়ারম্যান হিসেবে বিজেপির পক্ষ থেকে অশোক লাহিড়ীর (Ashok Lahiri) নাম প্রস্তাব করা হলেও, এই পদে মুকুল রায়কেই বসিয়ে দেয় শাসক শিবির। আর তারপর থেকেই শুরু হয় নানা রকম বিরোধীতা।
এরপরই মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করে বিরোধী শিবির। দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে হবে এবং মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান থেকে বাতিল করতে হবে।