মোহনবাগানকে আইলিগ জিতিয়ে এবার আইএসএলে অন্য দলে পা বাড়ালেন তারকা মিডফিল্ডার।

Published On:

এই বছর আইলীগে মোহনবাগানের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার জোসেবা বেইটিয়া। কিন্তু নতুন মরশুমে মোহনবাগান এটিকের সাথে গাঁটছড়া বেঁধে আইএসএল খেলবে সেই দলে কার্যত জায়গা হচ্ছে না বেইতিয়ার। সেই কারনে এই মরশুমে কেরালা ব্লাস্টার্সের দিকে পা বাড়ালেন এই স্প্যানিশ মিডিয়ো। ইতিমধ্যেই মোহনবাগান এটিকের বিদেশি প্রায় ঠিকঠাক হয়ে গিয়েছে সেই কারণে বেইতিয়া বুঝে গিয়েছেন যে এই মোহনবাগান দলে হয়তো তার আর জায়গা হবে না। তাই মোহনবাগান ছেড়ে এবার কেরালার দিকে পা বাড়ালেন মোহনবাগানের তারকা মিডফিল্ডার জোসেবা বেইটিয়া।

মোহনবাগানের আইলিগ জয়ী কোচ কিবু ভিকুনা ইতিমধ্যেই এই মরশুমে কেরালা ব্লাস্টার্সে যোগদান করেছেন। এবার সেই পথেই পা বাড়াতে চলেছেন তারকা মিডফিল্ডার জোসেবা বেইটিয়া। সূত্রে খবর ইতিমধ্যে কেরালা ব্লাস্টার্সের সাথে অনেক দূর এগিয়ে গিয়েছে বেইতিয়ার কথাবার্তা। এছাড়া আরও একটা আইএসএল ফ্র্যাঞ্চাইজির অফার রয়েছে বেইতিয়ার কাছে।

বেইতিয়ার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে স্প্যানিশ কোচ কিবু ভিকুনার তত্বাবধানে থাকলে নিজের সেরা খেলাটা খেলতে পারবেন বেইতিয়া, অর্থাৎ এর থেকে এটাই স্পষ্ট যে কিবু ভিকুনার সাথে সাথে বেইতিয়াও এবার কেরালা ব্লাস্টার্সে যেতে চলেছেন। তবে মোহনবাগানের আইলীগ জয়ের নায়ক বেইটিয়া অবশ্য নতুন মরশুম নিয়ে কিছু বলতে নারাজ।

সম্পর্কিত খবর

X