Bangla Hunt Desk: কেন্দ্র সরকাররে কৃষি বিল (agriculture bill) নিয়ে রাজনীতির আগুন এখনও ঠাণ্ডা হয়নি। পাঞ্জাবের কৃষকরা এই আইন পরিবর্তনের দাবি জানিয়েছিল। তবে বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের (Amarinder Singh) সরকার কর্তৃক পাস হওয়া সংশোধনী বিল নিয়ে আম আদমি পার্টি ও পাঞ্জাব সরকারের মধ্যে বিতর্ক তুঙ্গে।
অমরিন্দর সিংহকে তোপ কেজরিওয়ালের
পাঞ্জাব বিধানসভায় মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের পাশ হওয়া সংশোধনী বিল নিয়েই এই বিরোধ বিরাট আকার ধারণ করেছে। এপ্রসঙ্গে বুধবার আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘রাজ্য কখনই কেন্দ্রের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অভিনয় করছেন’।
राजा साहिब, आपने केंद्र के क़ानूनों को amend किया।क्या राज्य केंद्र के क़ानूनों को बदल सकता है? नहीं। आपने नाटक किया। जनता को बेवक़ूफ़ बनाया। आपने जो कल क़ानून पास किए, क्या उसके बाद पंजाब के किसानों को MSP मिलेगा? नहीं। किसानों को MSP चाहिए, आपके फ़र्ज़ी और झूठे क़ानून नहीं https://t.co/VlrWRCUFY1
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 21, 2020
কেজরিওয়ালের বক্তব্য
দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘রাজা সাহেব, আপনি কেন্দ্রের আইন সংশোধন করেছেন। রাজ্য কি কখনই কেন্দ্রের আইন পরিবর্তন করতে পারে? পারে না! আপনি অভিনয় করছেন। সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। গতকালের আপনার সংশোধিত বিলের ফলে কি কৃষকরা MSP পাবে? পাবে না। কৃষকদের MSP চাই, আপনার মিথ্যে আইন নয়’।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বলেছিলেন, বিরোধী দলের নেতারাও বিলের সমর্থনে বিধানসভায় মন্তব্য পেশ করেছেন। বিল পাশ করার পর তিনি এমনকি রাজ্যপালের সঙ্গেও দেখা করেছেন।
কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ
কেন্দ্রের পাশ করা কৃষি বিল নিয়ে বিভিন্ন জায়গায় নানান বিরোধ, বিক্ষোভ দেখা দিয়েছিল। কেন্দ্র সরকার বলেছিল, এই কৃষি বিলের মাধ্যমে কৃষকদের উপকার হবে। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্যও পাবে। কিন্তু বিরোধীরা তা কিছুতেই মানতে চায়নি।