বাংলা হান্ট ডেস্ক: কেউ যদি আপনাকে বলেন যে, বিয়ে (Marriage) করার জন্য আপনি ১০ লক্ষ টাকা পাবেন তাহলে কি সেটা আপনি বিশ্বাস করবেন? নিশ্চয়ই না? যদিও এটি সম্ভব! হ্যাঁ, প্রথমে জেনে কিছুটা অবাক হলেও এটা কিন্তু সত্যিই সম্ভব। মূলত, ভারতের (India) একটি রাজ্যে এমনই একটি স্কিম চলছে। যেখানে আপনি বিবাহের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত পাবেন।
উল্লেখ্য যে, সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের তরফে একের পর এক প্রকল্প পরিচালনা করা হয়। যেগুলির মাধ্যমে প্রত্যক্ষভাবে লাভবান হন জনসাধারণ। ঠিক সেই রকমই এক প্রকল্পের মাধ্যমে বিয়ে করলেই মিলবে ১০ লক্ষ টাকা। তবে, এই বিয়ের জন্য কিছু শর্তও রয়েছে। আপনি যদি “Inter-Cast Marriage” করেন সেক্ষেত্রেই এই টাকা পাওয়া সম্ভব। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
বিয়ের পর সরকার দেবে ১০ লক্ষ টাকা: মূলত, Inter-Cast Marriage-এর জন্য রাজস্থান সরকার ১০ লক্ষ টাকা দেয়। রাজ্য সরকারের পক্ষ থেকে দম্পতিদের উৎসাহিত করার জন্য জন্য এই অর্থ দেওয়া হয়। Inter-Cast Marriage-কে প্রাধান্য দিতেই সরকার এই স্কিমটি শুরু করেছিল। পূর্বে এই স্কিমে ৫ লক্ষ টাকা দেওয়া হত। যা পরবর্তীতে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়।
আরও জানুন: “১,০০০ বার বলুন জয় শ্রী রাম”, এবার বড়সড় প্রতিক্রিয়া শামির, কড়া ভাষায় দিলেন বিতর্কের জবাব
রয়েছে শর্ত: রাজ্য সরকারের এই প্রকল্পের অধীনে, টাকা দু’টি ভাগে দেওয়া হয়। প্রথমে ৫ লক্ষ টাকা দম্পতির জয়েন্ট অ্যাকাউন্টে জমা হয়। তারপরে বাকি টাকা আট বছরের জন্য ফিক্সড ডিপোজিটে রাখা হয়। সেক্ষেত্রে দম্পতির একজনকে দলিত সম্প্রদায়ের হতে হবে এবং রাজস্থানের স্থানীয় হতে হবে। তাঁদের উভয়ের বয়স ৩৫ বছরের বেশি হওয়া উচিত নয়। এছাড়াও, উভয়ের সম্মিলিত বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। আবেদনের সময়ে জাতি শংসাপত্রও জমা দিতে হবে।
আরও জানুন: রেলের বড় পদক্ষেপ! যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধিতে পাল্টানো হল ২৩,০০০ ICF কোচ, পরিবর্তে পরিষেবায় LHB কোচ
এই স্কিমে আবেদন করার জন্য স্বামী এবং স্ত্রী উভয়েরই আধার কার্ড এবং জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। এর পাশাপাশি বিয়ের এক মাসের মধ্যে স্কিমের জন্য আবেদন করতে হবে। রাজস্থান সরকারের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাজস্থান ছাড়াও কেউ যদি দেশে অন্য কোথাও এই ধরণের Inter-Cast Marriage করেন, সেক্ষেত্রে তিনি ডঃ সবিতা বেন আম্বেদকর Inter-Cast Marriage ম্যারেজ স্কিমের অধীনে ২.৫ লক্ষ টাকা পাবেন।