টি-২০ বিশ্বকাপ স্থগিত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা! সরকারি ঘোষণা পরের সপ্তাহেই।

Published On:

তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে অক্টোবর- নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে। আইসিসি ক্রিকেট বোর্ডের সদস্যরা 28 শে মে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন, সেই বৈঠকেই ঠিক হবে আদৌ কি এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া সম্ভব? সূত্র অনুযায়ী জানা গিয়েছে এই বছর বিশ্বকাপ স্থগিত করে দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। মনে করা হচ্ছে 28 শে মে বৈঠকের পরেই এই ব্যাপারে সরকারী ভাবে চূড়ান্ত ঘোষণা করবে আইসিসি।

এই বছর অক্টোবর মাসের 18 তারিখ থেকে নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়া মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা ছিল। ইতিমধ্যে মারণ ভাইরাস করোনা সংক্রমণ থেকে বাঁচতে অস্ট্রেলিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 30 শে সেপ্টেম্বর পর্যন্ত দেশের সীমান্ত বন্ধ রাখার।

জানা গিয়েছে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়া সরকারকে সাথে নিয়েই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।

X