জন্মদিনে কাটলেন জাতীয় পতাকার আদলে কেক, বিতর্কের মুখে তৃণমূল নেত্রী

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (West bengal) বুকে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল এক তৃণমূল (All India Trinamool Congress) নেত্রীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মালদার তৃণমূল নেত্রী শেহনাজ কাদেরী তেরঙ্গার আদলে কেক বানিয়ে তা ছুড়ি দিয়ে কেটে নিজের জন্মদিন পালন করেছেন। এই ঘটনার জেরে রাজনৈতিক স্তর থেকে শুরু করে বিভিন্ন মহলে উঠেছে নিন্দার ঝড়।

তৃণমূল নেত্রীর জন্মদিন
প্রয়াতঃ প্রাক্তন রেলমন্ত্রী গনিখান চৌধুরীর ভাগ্নি শেহনাজ কাদেরী প্রথম থেকেই তৃণমূলের সাথে যুক্ত রয়েছেন। সম্প্রতি তাঁর জন্মদিনের অনুষ্ঠানে তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন, জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস সহ জেলার আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

6aa8eb81 523d 42e3 9f18 1df17fd359fe

জাতীয় পতাকার আদলে কাটলেন কেক
এই জন্মদিনের অনুষ্ঠানে তৃণমূল নেত্রী শেহনাজ কাদেরী ভারতের জাতীয় পতাকার আদলে তৈরি করা কেক কেটে জন্মদিন উদযাপন করেন। সেইসঙ্গে উপস্থিত ব্যক্তিরা করতালি সহযোগে তাঁকে অভিনন্দনও জানায়। জাতীয় পতাকার অবমাননার এই ঘটনায় প্রতিবাদে মুখর হয়েছেন জেলার অধিকাংশই।

তৃণমূলের প্রতিক্রিয়া
ঘটনার বিষয়ে কোন মন্তব্য করেননি তৃণমূল নেত্রী শেহনাজ কাদেরী। তবে তৃণমূলের জেলার কার্যকরী সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার বলেছেন, ‘এই ধরনের ঘটনাকে দল কখনই সমর্থন করে না। তৃণমূল নেত্রী শেহনাজ কাদেরী যদি জাতীয় পতাকার আদলে কেকে কেটে জন্মদিন পালন করে, তাহলে অবশ্যই তাঁকে জবাব দিহি করতে হবে’।

flag cake 2

বিজেপির দাবী
অপরদিকে এই নিন্দাজনক ঘটনার বিষয়ে জেলা বিজেপির সহসভাপতি অজয় গাঙ্গুলি জানিয়েছেন, ‘জাতীয় পতাকার প্রতিকী নিয়ে অবমাননা কখনই মেনে নেওয়া হবে না। এদের জেলে পাঠানো উচিত। যেসকল নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাঁদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া উচিত’।


Smita Hari

সম্পর্কিত খবর