কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে মারধর হাসপাতালের গার্ডের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ এই করোনা আবহের মধ্যেও নিজের কাজে অবিচল রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (mansukh mandaviya)। শুধু তাই নয়, পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার আধিকারিকদের সঙ্গেও বিভিন্ন সমীক্ষা জারী রেখেছেন। তবে এরই মধ্যে বিভিন্ন গোপন এজেন্ডা সেরে ফেলছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

সাধারণ মানুষেরা চিকিৎসা পরিষেবা কেমন পাচ্ছেন, তা দেখতে পরিচয় গোপন করে নিজেই পৌঁছ গিয়েছিলেন দিল্লীর সফদারজং হাসপাতালে। সেখানে গিয়ে তাঁর খারাপ অভিজ্ঞতার কথা শোনালেন সফদরগঞ্জ হাসপাতালে চারটি স্বাস্থ্য বিষয়ক সুবিধার উদ্বোধনী অনুষ্ঠানে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরিচয় গোপন করে, অন্য বেশ ধারণ করে আমি দিল্লীর সফদারজং হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে বেঞ্চে বসতে যাওয়ার সময় একজন গার্ড আমাকে লাঠি দিয়ে মারেন। এরপর দেখি একজন প্রায় ৭৫ বছর বয়যী বৃদ্ধা মা, তা সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। তাঁর একটি স্ট্রেচারের প্রয়োজন ছিল। কিন্তু সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা তাঁকে স্ট্রেচারটি দিয়ে সাহায্য পর্যন্ত করেননি’।

তিনি আরও বলেন, ‘এই সমস্ত ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালে, তিনি জানতে চান- ওই গার্ডকে বরখাস্ত করা হয়েছে কিনা। কিন্তু আমি জানাই না, ওনাকে বরখাস্ত না করে, গোটা সিস্টেমটার পরিবর্তন করতে চাই আমি’।

এটাই প্রথমবার নয়, এর আগেও ছদ্মবেশ নিয়ে দিল্লীর একটি সরকারি হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তারপর মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন, ‘CGHS সেবার সিস্টেম পরীক্ষা করতে দিল্লীর একটি ডিসপেনসারিতে আত্মগোপন করেই গিয়েছিলাম আমি। সেখানকার চিকিৎসক ডাক্তার অরবিন্দ কুমার জি নিষ্ঠার সঙ্গেই তাঁর দায়িত্ব পালন করেছেন। আর তাঁর সেবায় আমি আপ্লুত। কাজের প্রতি তাঁর নিষ্ঠার আমি প্রশংসা করছি’। পরবর্তীতে ওই চিকিৎসককে বিশেষ সম্মানে সম্মানিতও করেন তিনি।

সম্পর্কিত খবর

X