ভারতের কথায় সুর মেলাল WHO, বললো- বাচঁতে হবে করোনাকে সাথী করেই

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে ভারতের (India) সুরে সুর মিলিয়ে করোনার উপর বক্তব্য রাখল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO এর দাবি এবার করোনাকে সাথে নিয়েই জীবন চালানো শিখতে হবে। সমগ্র বিশ্বে বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পেশ করল আরও এক রিপোর্ট। দিনে দিনে ক্রমশ বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। ধনী দরিদ্র নির্বিশেষে সকল প্রকার মানুষ জড়িয়ে পড়ছেন এই রোগের কবলে। সঠিক প্রতিষেধক আবিষ্কারের কাজে নিয়োজিত রয়েছে গোটা বিজ্ঞান মহল।

করতে হবে সতর্কতা অবলম্বন
এক সাংবাদিক সম্মেলনে হু প্রধান টেড্রস জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আরও বেশি করে নিজেদের যত্ন নিতে হবে। এই ভাইরাসের সংক্রমণ বেশি মাত্রায় ছড়ানোর জন্য দায়ী কিন্তু আমরাই। আজকের দিনের যুবক সম্প্রদায়ও এই ভাইরাসের কবলে পড়ছেন’।

NINTCHDBPICT000597864231

করোনা ছড়াচ্ছেন যুবকরাই
তিনি আরও জানিয়েছেন, ‘যুবকরা এই ভাইরাসকে গুরুত্ব সহকারে দেখছে না। এক সাধারণ ভাইরাস বলে মনে করছে। তারা বিভিন্ন জায়গায় অবাধ চলাফেরা করছে। বর্তমান দিনে যুবকদের সংক্রমণের সংখ্যাও বাড়ছে। বিশ্বে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে যুবক সম্প্রদায়ই দায়ী’।

new 77

প্রস্তুত হচ্ছে ভ্যাকসিন
ভ্যাকসিন আবিষ্কারের বিষয়ে তিনি জানান, ‘যে কোন সাধারণ রোগের ভ্যাকসিন প্রস্তুত করতে গবেষকদের প্রায় ১ বছর সময় লেগে যায়। যেহেতু এই ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, তাই এই ভ্যাকসিন তৈরি করতে জোর কদমে উঠে পড়ে লেগেছে বিজ্ঞানীরা। তবে আমরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তুত ভ্যাকসিনের দিকে আশার দৃষ্টিতে তাকিয়ে আছি। তবে এই ভ্যাকসিনের একটি দোজ পর্যাপ্ত হবে কিনা, তা এখনই বলা সম্ভব হবে না।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর