বাংলা হান্ট ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে এবার আরেকটি বড় খবর সামনে এসেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) অনুসারে জানা গিয়েছে যে, বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ ২.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। পাশাপাশি, সামরিক ব্যয়ের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।
অস্ত্র ব্যয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে আমেরিকা ও চিন। তারপরেই জায়গা করে নিয়েছে ভারত। ২০২১ সালের SIRPI রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, আমেরিকা, চিন, ভারত, ব্রিটেন এবং রাশিয়া অস্ত্রের জন্য সবচেয়ে বেশি ব্যয় করেছে। প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে ৭৬.৬ বিলিয়ন ডলার সামরিক ক্ষেত্রে ব্যয়ের ফলে ভারত এই তালিকায় বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। পাশাপাশি, পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের তুলনায় এটি ০.৯ শতাংশ এবং ২০১২ সালের তুলনায় ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে, বিশ্ব যখন করোনার মত ভয়াবহ মহামারীর সঙ্গে লড়াই করছিল, তখনও একাধিক দেশ অস্ত্রের পেছনে ব্যয় বাড়িয়েছে। শুধু তাই নয়, মহামারীর দ্বিতীয় বছরে বিশ্বের সামরিক ব্যয় ২.১ ট্রিলিয়ন ডলারের রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। যার ফলে একটানা সপ্তমবারের মতো সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রকৃতপক্ষে আমেরিকা সমগ্র বিশ্বের সামরিক ব্যয় ০.৭ শতাংশ বাড়িয়েছে এবং তা দাঁড়িয়েছে ২১১৩ বিলিয়ন ডলারে। আমেরিকা মূলত পর্যালোচনাধীন বছরে সামরিক খাতে ৮০১ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এদিকে, গত বছরের তুলনায় এই খরচ কমেছে ১.৪ শতাংশ। এছাড়াও, পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকা প্রতিরক্ষা গবেষণায় ২৪ শতাংশ এবং অস্ত্র কেনার জন্য ৬.৪ শতাংশ কম ব্যয় করেছে।
পাশাপাশি, এই পাঁচটি সর্বোচ্চ সামরিক ব্যয়কারী দেশ ২০২১ সালে মোট সামরিক ব্যয়ের ৬২ শতাংশের জন্য দায়ী। একদিকে যখন জিডিপি হ্রাস পেয়েছে এবং জনসাধারণ মুদ্রাস্ফীতিতে জর্জরিত হয়েছে তখনও অস্ত্রের ব্যয় বৃদ্ধি পেয়েছে ৬.১ শতাংশ। এই প্রসঙ্গে সংস্থার প্রধান গবেষক ড. ডিয়েগো লোপেস ডি সিলভা জানিয়েছেন যে, করোনা মহামারী থেকে সেরে ওঠার পর প্রতিরক্ষা ব্যয় দ্রুতহারে বেড়েছে এবং সমগ্ৰ বিশ্বের জিডিপির ২.২-এ পৌঁছেছে। যদিও, ২০২০ সালে এটি বিশ্বের জিডিপির পরিসংখ্যানের ভিত্তিতে ২.৩ শতাংশ ছিল।
এদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চিন। জানা গিয়েছে যে, চিন প্রতিরক্ষা খাতে ২৯৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে। পাশাপাশি, ২০২০ সালের তুলনায় প্রতিরক্ষা ব্যয় ৪.৭ শতাংশ বৃদ্ধি করেছে চিন। যদিও, চিনের তুলনায় ভারতের সামরিক খাতে ব্যয় বৃদ্ধি নেহাতই নগণ্য।