ভুল ম্যাপ প্ৰকাশ করল কংগ্রেস, লাদাখকে দেখানো হলো চীনের অংশ

বাংলাহান্ট ডেস্কঃ কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের পাশে থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে কংগ্রেস (indian national congress)। তবে মঙ্গলবার কৃষকদের ডাকা ভারত বন্ধে, কৃষকদের চোখে না পড়লেও, কংগ্রেস কর্মীদের দাপট দেখা গিয়েছিল সারা দেশ জুড়েই। অন্যদিকে অসম কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার থেকে দেশের বিতর্কিত এক মানচিত্র প্রকাশ করা হয়।

ভারতের বিতর্কিত মানচিত্র প্রকাশ
অসম কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একদিকে ভারতের মানচিত্র শেয়ার করে সেখানে কৃষকদের ছবি লাগিয়ে, ক্যাপশনে লেখা হয় ভারত কৃষকদের সঙ্গে আছে। পাশের ছবিতে মোদী আম্বানির ছবি দিয়ে লেখা হয়, মোদী আম্বানির সঙ্গে আছে। এখানেই শেষ নয়, পোস্ট করা ভারতের মানচিত্র থেকে লাদাখ এবং POK দুটোই প্রতিবেশি শত্রুদেশ চীন এবং পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়।

knnvjknk

কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল নেটিজনরা
দেশের এই ভুল মানচিত্র প্রকাশের জন্য কংগ্রেসের সমালোচনায় মুখর হয়েছে দেশবাসী। অনেকেই বলেছেন, তারা মোদী সরকারকে অপমান করতে গিয়ে দেশের মানচিত্র নিয়েই রাজনীতি শুরু করেছে। কংগ্রেসের এই ব্যবহারের নিন্দায় সরব হয়েছে নেটজনতারা।

https://twitter.com/INCAssam/status/1336282650277937158?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet

একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, কংগ্রেস কি তাহলে POK-কে পাকিস্তানের অংশ হিসাবে মানতে শুরু করে দিয়েছে? অপরজন স্মরণ করিয়ে দিয়ে লিখেছেন, দেশের ভুল মানচিত্র প্রদর্শন করার জন্য কিছু জেল এবং জরিমানার বিধান রয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, কংগ্রেসের এই কাজ একদমই প্রথম নয়। এর আগেও CAA বিরোধী আন্দোলনের সমর্থন করে তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর ভারতের একটি বিতর্কিত মানচিত্র প্রকাশ করেছিলেন। যেখানে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে ভারতের অংশ হিসাবে গণ্য করা হয়নি।


Smita Hari

সম্পর্কিত খবর