বাংলা হান্ট ডেস্ক: “হাইজ্যাক” (Hijack), এই শব্দটির সাথে কমবেশি আমরা সকলেই পরিচিত। মূলত, বেশিরভাগ সময়ে আমরা বিমান হাইজ্যাকের ঘটনাই সবচেয়ে বেশি শুনে থাকি। যেখানে সংশ্লিষ্ট বিমান হাইজ্যাকের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি নিজেদের কাজ হাসিলের চেষ্টা করেন। এমনকি, এই সংক্রান্ত একাধিক সিনেমাও ইতিমধ্যে তৈরি হয়েছে।
তবে, সম্প্রতি একটি ট্রেন “হাইজ্যাক” হওয়ার ঘটনা সামনে আনলেন এক যুবক। শুধু তাই নয়, তিনি এই সংক্রান্ত একটি টুইটের মাধ্যমে সাহায্যের আর্জিও জানান। যা দেখে স্বাভাবিকভাবেই হইচই পড়ে যায় নেটমাধ্যমে। এমনকি, সাহায্যের জন্য এগিয়ে আসে রেলও। কিন্তু, তারপরেই জানা যায় আসল তথ্য।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে নেটমাধ্যম আমাদের কাছে এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন ঘটনা সকলের সাথে ভাগ করে নিই। পাশাপাশি, কোনো বিপদে পড়লেও তৎক্ষণাৎ সেই সংক্রান্ত সাহায্য পাওয়া যায় সেখানে। আর সেই কারণেই অনেকে বিভিন্ন রকমের সাহায্য চেয়ে পোস্ট করেন ওই প্ল্যাটফর্মগুলিতে। এমতাবস্থায়, সেগুলির মধ্যে ট্রেন হাইজ্যাক সংক্রান্ত এই ঘটনাটি সকলের নজর কেড়েছে।
জানা গিয়েছে, গত রবিবার বিকেল ৪ টে নাগাদ এক যুবক টুইট করে জানান যে, ট্রেন নম্বর-১২৬৫০ (কর্ণাটক সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস) “হাইজ্যাকড” হয়েছে। তাই, তিনি সাহায্যের আবেদন করেন। এর পাশাপাশি, তিনি তাঁর ওই টুইটটিতে IRCTC এবং সেকেন্দ্রাবাদের DRM (Divisional Railway Manager)-কেও ট্যাগ করেন। এদিকে, এহেন টুইটের পরিপ্রেক্ষিতে প্রথমে RailwaySeva, RPF (Railway Protection Force)-কে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানায়।
পরে Railway Protection Force-এর Nanded Division জানায় যে, ওই ট্রেনটি হাইজ্যাক হয়নি বরং সেটি একটি “ডাইভার্সন রুট”-এ চলছে। তাই, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এদিকে, ওই যুবকের এই টুইটের পরিপ্রেক্ষিতে আতঙ্কিত হয়ে পড়েন নেটিজেনরাও। অনেকে আবার ওই যুবকের সমালোচনাও করেন। তিনি যেভাবে পুরো বিষয়টি না জেনেই ট্রেন হাইজ্যাকের দাবি জানিয়েছিলেন তার তীব্র প্রতিবাদ করেন অধিকাংশজন। পাশাপাশি, এই ঘটনায় রেলের তৎপরতার প্রশংসাও করেছেন সবাই।