জেলবন্দি আরাবুল, মেয়ের বাড়ি ফাঁকা করে দিল চোর! গায়েব ১০ লক্ষ টাকার সামগ্রী

বাংলা হান্ট ডেস্কঃ ভাঙরের দাপুটে তৃণমূল নেতা তিনি। যদিও বর্তমানে জেলবন্দি আরাবুল ইসলাম (Arabul Islam)। আর সেই সময়ই বড়সড় ক্ষতির সম্মুখীন হলেন তাঁর কন্যা! বুধবার আরাবুলের মেয়ের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী। নগদ থেকে শুরু করে গয়না, একাধিক জিনিস নিয়ে গিয়েছে চোরেরা। ভর সন্ধ্যা বেলায় এই ঘটনা ঘটেছে বলে খবর।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, গতকাল আরাবুলের মেয়ের (Arabul Islam Daughter) বাড়ি ফাঁকা ছিল। বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগেই হানা দেয় চোরেরা! ঘরবাড়ি লণ্ডভণ্ড করে বেশ কিছু নগদ, গয়না এবং নথি নিয়ে চলে যায় তারা। যদিও আরাবুলের পরিবারের দাবি, শুধু চুরি নয়, এর নেপথ্যে অন্য কোনও রহস্য থাকতে পারে। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশের বিশেষ দল।

চুরি প্রসঙ্গে আরাবুল পুত্র হাকিমুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় বড় রকমের অপরাধ হয়েছে। ৫টি ঘরের আলমারি খুলে লুটপাট চালানো হয়েছে। ৭০-৮০ হাজার ক্যাশ সহ প্রায় ১০ লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে’। পুলিশের বিশেষ দল তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তবে তাঁদের দাবি, ডাকাতির ঘটনা নয়, আরাবুল-কন্যার বাড়িতে চুরি হয়েছে। বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে চোরেরা।

আরও পড়ুনঃ সনাতন ধর্মকে বাঁচাতেই সিরাজের বিরুদ্ধে যান কৃষ্ণচন্দ্র! ‘গদ্দার’ প্রসঙ্গ উঠতেই মুখ খুললেন রানীমা

এদিকে আরাবুল পুত্র জানিয়েছেন, গতকাল সন্ধ্যা ৭:৩০ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাড়ি যান তাঁর দিদি। ৯:৩০ নাগাদ বাড়ি ফিরে দেখেন পুরো বাড়ির লণ্ডভণ্ড দশা। ভাঙরের দাপুটে নেতার পরিবারের দাবি, মাত্র দেড়-দুই ঘণ্টার মধ্যে ৫টির ঘর থেকে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। এটিকে স্রেফ চুরি নয়, বরং ডাকাতির ঘটনা বলে অনুমান করছেন তাঁরা। পাশাপাশি ‘অন্য রহস্যে’র সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

arabul islam

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার হয়েছেন ভাঙরের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম। বর্তমানে জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে তাঁর। এদিকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর মেয়ের বাড়িতে হয়ে গেল এত বড় চুরি। বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর