বাংলা হান্ট ডেস্ক : মার্চ মাস শেষ হতে আর তিন দিন। মার্চ শেষ হতেই শেষ হবে ২০২৩-২৪ অর্থবর্ষ। ১লা এপ্রিল থেকে শুরু হবে নয় অর্থবর্ষ। আয় সেইদিন দেশের একাধিক রাজ্য একাধিক ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকবে। গোটা মাসের কথা বললে, পুরো এপ্রিল জুড়ে মোট ১৪ দিন ছুটি থাকবে। চলুন এক নজরে দেখে নিই যে, সমগ্র এপ্রিলে ঠিক কোন কোন দিন ছুটি ঘোষণা করেছে RBI।
মাসের প্রথম ছুটি হল ১ এপ্রিল অর্থাৎ সোমবার। এইদিন কোচি, কোহিমা, লক্ষ্মৌ, মুম্বাই, নাগপুর, নয়া দিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পরের ছুটিটি হল ৫ এপ্রিল অর্থাৎ শুক্রবার। এইদিন জগজীবন রামের জন্মদিন এবং জামাত-উল-বিদার কারণে হায়দরাবাদ, তেলেঙ্গানা এবং জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এরপর ৭ এপ্রিল, রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারিদেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ৯ এপ্রিল মঙ্গলবার, গুড়ি পাড়ওয়া, তেলেগু নববর্ষ উপলক্ষে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১০ এপ্রিল, বুধবার ঈদ উপলক্ষে বন্ধ থাকবে কোচি এবং কেরালার ব্যাঙ্ক।
আরও পড়ুন : সুখবর! মিলল ৮টি নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন, লাভবান হবেন লাখ লাখ মানুষ
পরের ছুটি হচ্ছে ১১ এপ্রিল, বৃহস্পতিবার। এইদিন ঈদ উপলক্ষে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে RBI। এরপর ১৩ এপ্রিল, শনিবার হচ্ছে মাসের দ্বিতীয় শনিবার। এইদিনও সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ এপ্রিল রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন : ‘মদ-সিগারেটে ডুবে আঁতেল বাঙালী’, ভোটের মুখে বিষ্ফোরক মোদীর আর্থিক উপদেষ্টা, ফুঁসছে জনতা
এরপর ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৫ এপ্রিল অর্থাৎ সোমবার। এইদিন হিমাচল দিবস উপলক্ষে গুয়াহাটি ও সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ১৭ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, পাটনা, রাঁচি, সিমলা, মুম্বাই এবং নাগপুরে। রাম নবমী উপলক্ষে এই ছুটি ঘোষণা করেছে RBI।
আরও পড়ুন : গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ‘রেখা’, কেমন আছেন সন্দেশখালির অগ্নিকন্যা?
পরের ছুটি ২০ এপ্রিল, শনিবার। গড়িয়া পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২১ এপ্রিল, রবিবার স্বাভাবিকভাবেই সারা দেশের ব্যাঙ্ক বন্ধ। এছাড়াও ২৭ এপ্রিল এবং ২৮ এপ্রিল ব্যাঙ্ক ছুটি থাকবে।