আকাল পড়েছে টমেটোর! নতুন দাম শুনলে মাথায় হাত পড়বে আপনার

বাংলাহান্ট ডেস্ক : গোটা দেশজুড়ে বিপুল ঘাটতি দেখা গিয়েছে টমেটোর জোগানে। বিপুল পরিমাণ ঘাটতির পরে দাম বৃদ্ধি পেয়েছে টমেটোর। ফলে বাজারে গিয়ে টমেটো কিনতে গিয়ে পকেট পুড়ছে মধ্যবিত্তর। খুচরা বাজারে ৮০ থেকে ১২০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে টমেটো বিক্রি হচ্ছে পাইকারি বাজারে।

দেশের বিভিন্ন প্রান্তে তাপ প্রবাহ, অনাবৃষ্টির ফলে দাম বৃদ্ধি পেয়েছে টমেটোর। হঠাৎ করে টমেটোর দাম বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতির সমস্যা আরো বেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। দিল্লির এক সবজি বিক্রেতা জানিয়েছেন, গত দুদিনে টমেটোর দাম দিগুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী রাজ্য হরিয়ানা ও উত্তর প্রদেশ থেকে কমে গিয়েছে টমেটোর সরবরাহ।

এর ফলে ব্যাঙ্গালোর থেকে টমেটো আনতে হচ্ছে।বাজার বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক সপ্তাহে ভারতে টমেটোর দাম ধীরে ধীরে কমতে পারে। বিভিন্ন প্রান্তে শুরু হবে ফসল কাটা। এর ফলে টমেটোর জোগান বৃদ্ধি পেতে পারে। হিমাচল প্রদেশ ও অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের ফলে উৎপাদন ভালো হতে পারে।

এর ফলে দাম কমতে পারে টমেটোর। আর টমেটোর দাম কমলে অবশ্য গৃহস্থের ঘরে স্বস্তি মিলবে। বিভিন্ন সূত্র দাবি করেছে এই বছর টমেটোর দাম বৃদ্ধির অন্যতম কারণ হল গত বছর কৃষকরা টমেটোর বীজ কম পরিমাণ বপন করেছিলেন। গত বছর শিমের দাম বেশি থাকায় বহু কৃষক টমেটোর বদলে শিমের চাষ শুরু করেছিলেন।

2019 11image 15 50 177920866tomato

এক পাইকারি বিক্রেতার কথায়, বেশি টাকায় টমেটো কেনার ফলে গ্রাহকদের বেশি টাকায় বেচতে হচ্ছে। তাই অধিক মূল্যে ক্রেতাকে টমেটো কিনতে হচ্ছে। ৮০ থেকে ১০০ টাকা প্রতি কেজিতে টমেটো বিক্রি করা হচ্ছে। কোথাও তাপ প্রবাহ, আবার কোথাও অধিক বৃষ্টির ফলে ক্ষতি হয়েছে টমেটো চাষের। তাই গোটা দেশেই টমেটোর দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর