সময় মাত্র ৮৪ সেকেন্ড, এদিক ওদিক হলেই বড় বিপদ! রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় বেঁধে দিল পণ্ডিতরা

বাংলা হান্ট ডেস্ক : বছর শেষ হতে আর মাত্র কটা দিনই বাকি। তারপরেই শুরু হবে রামমন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনের তোড়জোড়। আগামী বছরের শুরুতেই প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার মূর্তিতে। তাই তো রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ লগ্নের প্রস্তুতি। ইতিমধ্যেই অযোধ্যার (Ayodhya) চারপাশে ভিড় জমাতে শুরু করেছে রাম ভক্তরা। এখন অপেক্ষা কেবল ২২ জানুয়ারির।

মদির উদ্বোধন ২২ জানুয়ারি হলেও তার সাত দিন আগে থেকেই শুরু হয়ে যাবে বিভিন্ন আচার-অনুষ্ঠান। দিনভর চলবে জমজমাট উদযাপন। উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিমন্ত্রিত দেশের বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই গেরুয়া ব্যাগের মধ্যে কাঠের বাক্স করে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে দেশ বিদেশের গুণীজনদের কাছে। আমন্ত্রণপত্রটিকে ‘ঐতিহাসিক দলিল’ হিসাবে পাঠানো হচ্ছে বিশিষ্টদের কাছে।

বাক্সে রয়েছে লাল সুতোয় মুখবন্ধ করা শিশিতে অযোধ্যার মাটি এবং একটি ১০ গ্রাম ওজনের কয়েন। যার একপিঠে মুখাবয়ব এবং অপর পিঠে খোদাই করা রয়েছে রাম মন্দিরের কাঠামো। মন্দির উদ্বোধন প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ১৬ জানুয়ারি থেকে বৈদিক আচার মেনে ভগবান রাম ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ২২ জানুয়ারির সবচেয়ে পবিত্র ৮৪ সেকেন্ড।

আরও পড়ুন : এবার অন্যরকম প্রশ্নপত্র! মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় আপডেট, কড়া সিদ্ধান্ত নিল পর্ষদ

ট্রাস্ট সূত্রে খবর, এই ৮৪ সেকেন্ডকে ঘিরেই টিকে রয়েছে সবকিছু। কারণ মূর্তিতে প্রান প্রতিষ্ঠার জন্য এই ৮৪ সেকেন্ডই হল সবচেয়ে পবিত্র ক্ষণ। পণ্ডিতরা জানাচ্ছেন, এই শুভক্ষণ শুরু হবে ২২ জানুয়ারি বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ডে। এবং তা থাকবে ১২টা বেজে ২০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত। তার মাঝের এই ১ মিনিট ২৮ সেকেন্ডের মধ্যেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এবং তা সম্পন্ন হলে প্রথম আরতী করবেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন : ‘১৫ বছর আগের প্রেমকেও…’, পরম-পিয়া ট্রোল্ড হতেই নেটিজেনদের ধুয়ে দিলেন স্বস্তিকা

manir sixteen nine

এই ৮৪ সেকেন্ড প্রসঙ্গে পণ্ডিতরা জানিয়েছেন, এই সময়টা পঞ্চবানের প্রভাব মুক্ত। এবং এর ১৬টি গুণের ১০টিই শুভ। যে কারণে এই মুহুর্তকে বলা হয় ‘অভিজিৎ মুহূর্ত’। কাশীর পণ্ডিতদের কথায়, এই শুভক্ষণে রাষ্ট্রের জন্য করা যে কোনও কাজ সফল হয়। তাই তারা বিশ্বাস করেন, এই মুহূর্তে মূর্তিতে প্রান প্রতিষ্ঠা করা হলে তা গোটা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর