এবার অন্যরকম প্রশ্নপত্র! মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় আপডেট, কড়া সিদ্ধান্ত নিল পর্ষদ

বাংলা হান্ট ডেস্ক : বছর শেষ হওয়ার সাথে সাথে এগিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) নির্ঘণ্ট। আসন্ন বছরের ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে পরীক্ষা। কচিকাঁচাদের জন্য এটাই প্রথম বোর্ড পরীক্ষা। যে কারণে মাধ্যমিক নিয়ে একটু বেশিই টেনশন কাজ করে ছাত্রছাত্রীদের মধ্যে। সেই সাথে পর্ষদের উপরেও একটা আলাদা চাপ থাকে। কারণ খুদেদের নিরাপত্তার বন্দোবস্তও করতে হয় অনেক বেশি।

ইদানিং দেখা যাচ্ছে ফি বছরই ফাঁস হয়ে চলেছে মাধ্যমিকের প্রশ্নপত্র। যা নিয়ে চর্চাও চলছে বিস্তর‌। পর্ষদের তরফ থেকে নানা ধরণের নিরাপত্তার বন্দোবস্ত করলেও প্রতিবছরই পর্ষদের মুখ পুড়ছে। আর এবার সেই চুরি রুখতে নয়া কৌশল নেওয়া হচ্ছে পর্ষদের তরফ থেকে। শোনা যাচ্ছে সম্পূর্ণভাবে বদলে ফেলা হচ্ছে প্রশ্নপত্রের চেহারা।

এইদিন বাঁকুড়ার সভায় গিয়ে এই প্রসঙ্গে মুখ খুললেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সভাপতি জানালেন, চলতি বছর প্রতিটি প্রশ্নপত্রেই থাকবে আলাদা আলাদা কোড। প্রতিটি পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা কোড দেওয়া হবে। তাই কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়ানোর চেষ্টা করে তাহলে ঐ কোড থেকেই শনাক্ত করা করা যাবে, প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর!

আরও পড়ুন : ফের বিশ বাঁও জলে ইস্ট-ওয়েস্ট মেট্রো! পরিদর্শনে এসে ক্ষুব্ধ আধিকারিকরা, কী জানাচ্ছে কর্তৃপক্ষ?

পর্ষদ সভাপতি জানিয়েছেন, একবার পরীক্ষার্থীদের চিহ্নিত করা গেলে তাকে আর পরীক্ষায় বসতে দেওয়া হবেনা। সেই সাথে তার পরবর্তী কেরিয়ারের উপরেও প্রশ্ন চিহ্ন উঠে যাবে। বুধবার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এখানেই তিনি স্পষ্ট ভাষায় বলেন, অপরাধী শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন : বড় উপহার পশ্চিমবঙ্গ সরকারের! এবার ছাত্রীরা পাবেন বিশেষ ছাড়, ঘোষণা শিক্ষামন্ত্রীর

image 1676879108

বৈঠকে তিনি বলেন, ‘প্রশ্নপত্রের প্রথম পাতায় একটি কোড থাকবে, যা সব পরীক্ষার্থীর ক্ষেত্রে পৃথক হবে। এবং এই একই কোড এমেবেড করা থাকবে প্রশ্নপত্রের পরের পাতাগুলিতে। গত কয়েকবছর ধরেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা এত বেশি বেড়েছে যে এটা আটকানোর জন্য কোনও একটা বড় পদক্ষেপ নিতেই হত। এখন দেখার বিষয় এই যে, এই নয়া কোড কি ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াকে আটকাতে পারবে!

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর