শুধুমাত্র এই শর্তেই ভারতীয় ফুটবলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলবে ফিফা! আশঙ্কায় ভক্তরা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছেন ভারতীয় ফুটবল সমর্থকরা। দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া বন্ধ ছিল। যার জন্য শেষ পর্যন্ত সুপ্রিমকোর্টকে হস্তক্ষেপ করতে হয়। আর যেহেতু ফিফা কোন দেশের ফুটবল গভর্নিং বডির আভ্যন্তরীন ব্যাপারে কোনো তৃতীয় পক্ষের নেওয়ার সিদ্ধান্ত কে মান্যতা দেয় না তাই ভারতীয় ফুটবল আপাতত নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে।

এইমুহূর্তে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আয়োজনের বিষয়ে অগ্রসর হতে পারছে না। তবে ফিফার যে যে বিষয় গুলো নিয়ে আপত্তি রয়েছে তার সমাধানও হলে ভারতের মহিলা বিশ্বকাপের আয়োজন নিয়ে ভাবতে পারবে। তাই আগামীকাল অর্থাৎ ১৭ই আগস্ট বুধবার সুপ্রিম কোর্টে এআইএফএফের নির্বাচন বিষয়ক মামলা শুনানিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। দ্রুত নিষ্পত্তি না হলে সুনীল ছেত্রীদের ভারতীয় দলের অদূর ভবিষ্যতে সিঙ্গাপুরের বিরুদ্ধে যে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সেটিতেও তারা নামতে পারবেন না।

আসন্ন ২৮শে আগস্ট ফেডারেশনের নির্বাচন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের ভোটার তালিকায় নির্দিষ্ট কোনও ব্যক্তির ভোটাধিকারের ব্যাপারে আপত্তি জানিয়েছে ফিফা। ফিফার পরামর্শ হলো বিভিন্ন রাজ্য সংস্থা এবং ভারতীয় ফুটবল ফেডারেশন অনুমোদিত সংস্থার নির্দিষ্ট প্রতিনিধিরাই শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করুন। সিওএ-এর ৩৬ জন প্রাক্তন ফুটবলারকে (২৪ জন পুরুষ এবং ১২জন মহিলা) নিয়ে তৈরি ভোটারের তালিকা একেবারেই সম্মতি নেই ফিফার।

তাই এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো নির্বাচন শেষ হওয়া। এআইএফএফ নিজেদের ডেইলি অ্যাফেয়ার্সের সিদ্ধান্তগুলি পুরোপুরি নিজে নিজে নেওয়ার ক্ষমতায় আসলেই ফের ভারতীয় ফুটবলকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেবে ফিফা। আর সেটা সম্ভব হতে গেলে প্রয়োজন নির্বাচনের মাধ্যমে স্বচ্ছ গভর্নিং বডি তৈরি হওয়া। তাই আপাতত নির্বাচনের আশাতে দিন গুনছেন সমর্থকরা। প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্পন্ন হবে ততই লাভ ভারতীয় ফুটবলের।

সম্পর্কিত খবর

X