বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে ট্রেনে চাপেননি এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। কারণ, ভারতের গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল ট্রেন (Train)। নিত্যযাত্রীদের পাশাপাশি দূরের কোনো সফরের ক্ষেত্রেও নিশ্চিন্তে ট্রেনের ওপর ভরসা রাখেন সবাই। আর সেই কারণেই রেলপথকে (Indian Railways) দেশের “লাইফলাইন”-ও বলা হয় থাকে।
এদিকে, স্বাধীনতার পর থেকেই ক্রমশ দেশের বিভিন্ন প্রান্তে স্থাপন করা হয়েছে রেলপথ। যার ফলে দেশের প্রায় প্রতিটি ক্ষেত্রই সংযুক্ত হয়েছে রেলপথের মাধ্যম। পাশাপাশি, অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় ট্রেনে চেপে সফরের খরচ অনেকটাই কম। আর সেইকারণেই দেশের আমজনতার কাছেও রেলপথ অত্যন্ত জনপ্রিয়।
এমতাবস্থায়, ভারতীয় রেল সম্পর্কে সকলের মধ্যেই এক বিশেষ আগ্রহ পরিলক্ষিত হয়। শুধু তাই নয়, প্রায়শই একের পর এক অভিনব তথ্যও সামনে আসে রেলের প্রসঙ্গে। যেগুলি জানার পর রীতিমতো অবাক হয়ে যান সকলে। এদিকে, ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা।
সেই রেশ বজায় রেখেই এই প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এক চমকপ্রদ তথ্য উপস্থাপিত করব। মূলত, আমরা দেশের এমন একটি রাজ্যের প্রসঙ্গে জানাবো যেখানে এখনও কোনো রেল স্টেশন নেই। হ্যাঁ, শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। চলুন, জেনে নিই সেই রাজ্যের নাম।
মূলত, সিকিম হল দেশের একমাত্র রাজ্য যেখানে কোনো রেল স্টেশন নেই। এমতাবস্থায়, সেখানে NH10 হল একমাত্র রাস্তা যা রাজ্যটিকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সিকিমে ইতিমধ্যেই রেলপথ সম্প্রসারনের কাজ দ্রুততার সঙ্গে চলছে। শুধু তাই নয়, সম্প্রতি সিকিম সফরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২০২৪ সালের মধ্যেই ওই রাজ্যে রেল পরিষেবা শুরু করার আশ্বাসও দিয়েছিলেন। তবে, এখনও পর্যন্ত একটিও রেল স্টেশন না থাকার বিরল নজির রয়েছে সিকিমের কাছেই।