বাংলাহান্ট ডেস্ক : সরকারি যৌথ মঞ্চের পক্ষ থেকে বাংলা জুড়ে ‘জল বন্ধ’ কর্মসূচির ডাক দেওয়া হল আগামী পাঁচ ও ছয় জুলাই। দুই দুই দিন কর্ম বিরতির ডাক দিয়েছে যৌথ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, ওই দুইদিন কর্মবিরতি পালন করবেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত কর্মচারীরা।
সরকারি কর্মচারীরা ঠিক কোন কোন ইস্যুতে কর্মবিরতির ডাক দিয়েছেন? রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, এই কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রদান, কারিগরি দফতরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জয় সরবরাহের সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ এর দাবিতে।
তবে যৌথ মঞ্চের ‘জল বন্ধ’ কর্মসূচিতে কী রাজ্যজুড়ে আক্ষরিক অর্থে জল সরবরাহ বন্ধ করা হবে? সংগ্রামী যৌথ মঞ্চের নেতা চন্দন গড়াই এই ব্যাপারে বলেছেন, আগামী ৫ ও ৬ জুলাই কোনও কাজ করবেন না জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনস্থ পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের কর্মীরা। এই দুই দিন তারা পাম্প চালাবেন না।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ গত ছয় মাস ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন। এছাড়াও তাদের আন্দোলনের অন্যতম বক্তব্য হল স্বচ্ছ ভাবে নিয়োগ ও কর্মীদের স্থায়ীকরণ। এছাড়াও আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবির কথাও শোনা গেছে তাদের মুখে।
প্রসঙ্গত বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র ৬ শতাংশ মহার্ঘ ভাতা পান। কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে বিস্তর ডিএর ফারাক রয়েছে তা ঘোচাতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্যের সরকারী কর্মচারীরা। এবার তারা ‘জল বন্ধ’ কর্মসূচির মাধ্যমে নতুনভাবে আন্দোলনের মাত্রা বাড়াচ্ছেন।