সৌরভ গাঙ্গুলির যুগান্তকারী সিদ্ধান্ত! প্রত্যেক বছর ভারতের মাটিতে একটি করে দিবারাত্রি টেষ্ট ম্যাচ হবে।

বিসিসিআই প্রেসিডেন্ট পদে যোগদান করার পর সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য যে সকল উন্নয়নমূলক পদক্ষেপ গুলি নিয়েছেন তার মধ্যে অন্যতম এবং ঐতিহাসিক পদক্ষেপ হল ভারতের মাটিতে প্রথমবারের জন্য দিনরাত্রি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত করা। আর সৌরভ গাঙ্গুলীর প্রচেষ্টার ফলেই আগামী 22 শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ। আর এটাই বিরাট কোহলি দের প্রথমবার গোলাপী বলে টেস্ট ম্যাচ। সৌরভ গাঙ্গুলির এমন পদক্ষেপ নেওয়ার পরে দেশের বিভিন্ন মহল থেকে সবাই প্রশংসা করেছিলেন সৌরভ গাঙ্গুলীর। আর এবার আরও একটি বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন দাদা। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গুলি জানিয়ে দিলেন যে এবার থেকে প্রত্যেক বছর ভারতের মাটিতে একটি করে দিবারাত্রি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেক বছর দেশের মাটিতে একটি করে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত করা যায়। সেই সাথে দাদা জানিয়েছেন ভারত যে সমস্ত দেশে টেষ্ট সিরিজ খেলতে যাবে সেই সকল দেশের ক্রিকেট বোর্ডের সাথেও কথা বলা হবে একটি করে টেষ্ট ম্যাচ যাতে দিনরাত্রি করানো হয়।

23192936226689f6fa09f934e02bf0e53e93e8b9

অনেকেই দাদার কাছে প্রশ্ন করেন যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে যেমন প্রতিটি ফরমেটের জন্য আলাদা আলাদা অধিনায়ক নির্বাচিত করা আছে তেমনটাই কি ভারতীয় ক্রিকেটেও দেখা যাবে? এই প্রশ্নের জবাবে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সরাসরি জানিয়ে দিয়েছেন স্প্লিট ক্যাটেন্সিতে তিনি একেবারেই বিশ্বাসী নয় তাই ভারতে এমনটা হবে না। ভারতীয় ক্রিকেটে একজনকেই নেতা হিসাবে চান দাদা। তবে অনেকেই মনে করছিলেন যে ভারতীয় দল নির্বাচনেও দাদা বিশেষ ভূমিকা নিতে পারেন এই তথ্য একেবারেই উড়িয়ে দিলেন দাদা। তিনি জানিয়ে দিলেন দল নির্বাচনে কোনো ভাবেই তিনি ঢুকতে চান না।


Udayan Biswas

সম্পর্কিত খবর