আমেঠিতে সফল প্রশাসন: করোনা আক্রান্তের সংখ্যা শুন্য

আমেঠিতে করোনা ভাইরাস প্রায় নেই বললেই চলে। এখানেই কড়া ব্যবস্থা বলে দিলো সেই ছবি। ডিএম অরুণ কুমার নে মনিটরিং এর সাথে অন্য প্রদেশ, অঞ্চল বা বিদেশের থেকে আসা সবাইকে কোয়ারেনটাইনে পাঠিয়েছে । এর সাথে তিনি এখন পর্যন্ত আমেঠিতে ২৯৪ জন কোয়ারেনটাইন সেন্টার তৈরি করেছেন যেখানে ৭০০০ জন কোয়ারেনটাইন অবস্থায় আছেন। পরিবেশে জড়িত কন্ট্রোল রুম থেকে সারাদিন মনিটরিং করা হয়।

চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।

cor

বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে ৮ হাজার। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন।

এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু আমেঠিতে করোনা আক্রান্ত অনেক কম নেই বলেই চলে।


সম্পর্কিত খবর