বাংলা হান্ট ডেস্ক : IPL-র উন্মাদনা এখন তুঙ্গে। তার মধ্যেই নির্বাচকদের মাথায় ঘুরছে T20 বিশ্বকাপ। আসন্ন টুর্নামেন্টের জন্য দল বাছাই করাটাই এখন সবচেয়ে বড় কাজ। এখনও সম্পূর্ণ দল ঘোষণা হয়নি যদিও, তবে কয়েকটি নাম নিয়ে চলছে বিস্তর জল্পনা। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকেই স্কোয়াড (India National Cricket Team) ঘোষণা করবে BCCI। তার আগেই খবর মিলল, ১০ তারকাকে নিয়ে একপ্রকার নিশ্চিত হয়ে গেছে ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহেই দীর্ঘ আলোচনায় বসেছিলেন অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর। দীর্ঘ সময় ধরে চলে বৈঠক। সেই বৈঠকেই ১০ তারকাকে নিয়ে চলে আলোচনা। এই দশ জনের জন্য গ্রীন সিগন্যালও নাকি দিয়ে দিয়েছে নির্বাচকমণ্ডলী।
এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম চর্চিত এবং বিতর্কিত নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া। মুম্বাই অধিনায়ককে নিয়ে বিতর্ক বহুদিন ধরেই। আসন্ন বিশ্বকাপে তিনি আদৌ জায়গা পাবেন কী না তা নিয়ে শুরু হয়েছিল দ্বন্দ্ব। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, বিশ্বকাপের বিমানে তার ওঠা নিয়ে কোনও সন্দেহই নেই। তবে আপাতত তার বোলিং-র দিকে নজর রাখছে BCCI। বোলিং লাইন ঠিকঠাক থাকলে বিশ্বকাপে তার থাকা নিশ্চিত।
আরও পড়ুন : মাথায় বাজ ধোনি, ইশানের! উঠল দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত
এছাড়াও ওপেনার হিসেবে নাম আসছে বিরাট কোহলির। সূত্রের খবর, রোহিতের সাথে ওপেনার হিসেবে নামছেন তিনি। এছাড়াও নাম আসছে টি-২০ ফরম্যাটের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব, পেসার জশপ্রীত বুমরাহ, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, উইকেট কিপার ঋষভ পন্থ, পেসার অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের নাম।
আরও পড়ুন : রিঙ্কুর চোট গুরুতর? ভোগান্তি বাড়ল কলকাতা শিবিরে! নিজেই জানালেন নাইট তারকা
যার মধ্যে অর্শদীপ বা সিরাজের মধ্যে খানিক দ্বন্দ্ব রয়েছে নির্বাচকদের মনে। অন্যদিকে পন্থের সাথে আরও এক ব্যাকাপ দলে নিতে চাইছে BCCI। তার জন্য বোর্ডের নজরে রয়েছে ঈশান কিষান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা। এদের চারজনের মধ্যে একজনকে বেছে নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়াও হাড্ডাহাড্ডি লড়াই চলবে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং ও শিবম দুবের মধ্যে। পাশাপাশি স্পিনারদের মধ্যে শর্ট লিস্টে রয়েছেন যুজবেন্দ্র চহাল, অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার